শূণ্যের পানে চেয়ে থাকা হতো কিছু অনুসন্ধানে
জ্ঞানের সীমা বেড়ে যেত, বেড়ে যেতে হৃদয় ভান্ডার
হঠাৎ এক সৌন্দর্য প্রভায় নব জীবন সঞ্চারিত হলো প্রাণে
চারিদিক মুখোরিত কিছু নাই চাওয়া নাই কোন বাসনা আর।।
স্ব-জ্ঞানে তীব্র প্রশ্ন ছুড়ে বলি কে তুমি কোথায় ছিলে
অচমকা কোন কারণে হৃদয় হরণ করে নিলে কোন মানসে
আসন নিয়েছো সম্রাজ্ঞী বেশে বলতো কোন শুদ্ধ অন্তর দিলে
তোমার ইশারায় দুলি আজ পরাজিত কোন যাদু বশে।।
চিরদিনের চেনা মনে হয় এসেছো দিতে মনে শান্ত শান্তি
অথবা যে পাই তপ্ত মরু-ধূলি ঝড়ে বিক্ষিপ্ত এক সাজ।
শান্ত শান্তিটুকু যেন পাই প্রার্থণা রত রেখো দূরে যত ভ্রান্তি
পূর্ণ করে দিয়েছে তুমি দেবী বেশে যেন জানিয়াছি আজ।।
তারিখ: জুলাই ১৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,