তুমি নাই বা হলে আমার ঘুম-ভাঙানিয়া তবুও ঘুম ভাঙে মাঝ রাতে
আমার বুঝার সকল জ্ঞান অবুজ শিশু তখন, আমায় তা বুঝাতে।
কোন ফাকে যে হৃদয় মাঝে ভীত গড়ে নিয়েছো ঠাই
বিশ্ব ভ্রামান্ড পরিক্ষমায়ও এর কোন সন্ধান পাই নাই,
দিবস কাটে, বছর যুগ কাটে, শুধু আছো সারা চোখ জুড়ে
কি কারণে! কোন অকারণে! হৃদয় যায় যে পুড়ে।।
কেন যে এ তৃষ্ণা! কেন যে বৃথা বাসনা ! অযথা যাতনা!
এ কোন মিছে খেলা এর অবসানে চাই সে কোন সাধনা !
দাও মুক্ত করে দাও তোমার মোহ বন্ধন হতে –
নিভৃতে ভেসে বেড়াতে চাই একটি শান্ত নদী স্রোতে।।
তারিখ : মে ০২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,