শিল্পীর কারুকাজে যে মুখ দেখেছি
সুন্দর আলোকিত উজ্জ্বল অতি
ম্লান ছিল সবই রাতে আকাশে
চাঁদের আলো, নক্ষত্রের জ্যোতি।
আলোর কি বর্ণাচ্ছটা সারা মুখে
পৃথিবী জয়ের সুখ মুখে আঁকা
কোন এক নেশার ঘোরে
পলকের পরে পলক শুধু চেয়ে থাকা।
যদিও তুমি কেবলি একজন
আমার চোখে শত কোটির উপরে
জগতের যত অমূল্য রত্ন খচিত সম্ভারে
তুমি সাজানো থরে থরে।
এতো বীরত্বের বিজয় যত বিশ্ময়কর অর্জন
তোমাকে দেখে দু’চোখে
যত আঁধার হতাশাকে ফেলে
তোমাকেই দেখা সত্য স্বচ্ছ আলোকে।
তীব্রতার অর্থ বুঝি নাই,
বুঝি নাই নিবিড় ঘনো আকর্ষণের টান
যুগান্তরের ঘোর পাকে পড়ে শুধু পাই
নিবিড় বাসনা সময়ের ঘ্রাণ।
কি শক্তি হাতে নিয়ে
তোমার কোন যাদু মাখা মায়ায় আমি হই ভ্রান্ত
পৃথিবীর পরে হাঁটায়ে হাঁটায়ে অবিরত
আর দিও না বাসনা মাখা ক্লান্ত।
একটুকু স্থির হয়ে তোমার কারুকাজের মুখে
তোমার মায়ায় ভরা চোখে
রেখো একটুকু শান্তিতে একটু কোমল পরশে
রেখো তোমার আলোকে।
তোমাকে জানার অতি অধিরের সকল রহস্য
যখন হয় না আর উম্মোচন
তাই তো তোমার ঢেউ খেলানো চুলে দেখি
বিশ্ময়কর গভীর অরণ্য বন।
চোখ দুটিতে শান্ত দীঘি, খিল খিল হাসিতে
মুক্তা ছড়ানোর উৎসব আয়োজন
ধীর পায়ে হাঁটায় দেখি কোটি বছরের জ্ঞান ভান্ডার নিয়ে
মহা-মানবের আগমন।
স্বর্ণ বর্ণের রূপ ম্নান হতে দেখি
যখন তুলনায় আসে তোমার উজ্বল বর্ণের হাত
এক দিকে তুমি তোমার জয়ে একাকার
আর অন্যদিকে পূর্ণ পূর্ণিমার মায়াবী রাত।
কোন তুলনাতে তুমি আর আসো না
এ পৃথিবীতে অসীমের মাঝে কেবলি পূর্ণতা
শান্ত আজ পৃথিবী, শান্ত আমার হৃদয়,
নাই বাসনা কেবলি আছে শুধু নীরবতা।
তারিখঃ অক্টোবর ২৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,