আকাশ ছেয়ে শ্রবণের মেঘ নেমেছে তোমার ঢেউ খেলানো ঘনো চুলে
চুলগুলি যেন সু-উচ্চ পাহাড়ের চূড়া হয়ে আকাশে আছে মাথা তুলে
শুভ্র মেঘের দল ঘিরে ধরেছে আঁধার করা কালো মেঘ তোমার চোখে
আঁধার পৃথিবী সাহস পেয়েছে তোমার হঠাৎ হাসির বিদ্যুত আলোকে।
চমক দিয়ে বিদ্যুত যখন আঁকা বাঁকা রেখায় আকাশ কাঁপে দুরু দুরু
মনে সাহস যোগায় তোমার চঞ্চলা চোখ আর শিল্পীর তুলিতে চোখের ভ্রু।
শ্রবণের মেঘ যেমন করে বয়ে নিয়ে চলে লক্ষ কোটি বারিধারা বিন্দু
তেমন করে তুমিও কি বয়ে বেড়াও রূপ সৌন্দর্য শান্তি সুখের সিন্ধু !
তোমার হেঁটে চলায় খিলখিল কথা বলায় মিশায়েছ যে মাধুরী ছন্দ
সেকি শুধু শ্রবণ ধারার ঝর ঝর মন থর থর কোমল আনন্দ
ঘনো কালো মেঘে শ্রাবণের দিনে চারিদিক যত আঁধারে ঢাকে
যে দিকে তাকাও তুমি আঁধার সরে সরে শুধু উজ্বল আলোকে ডাকে।
আলোকিত তুমি, প্রেমময়ি তুমি, বাসনাময়ি, হৃদয়ে আনন্দ সুখের পাত্রী।
ভুবন জয়ি হয়ে তোমার যাত্রার চির সাথী – চেলেছি আমিও দিন রাত্রী।
তারিখঃ জুলাই ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,