যদি হতাম তোমার প্রশান্ত ভাবনার মত
প্রত্যয়ে, বিশ্বাসে স্বচ্ছতায় উদারতায় যত,
শান্তির শান্তি বর্ষন ধারায় ঝর্ণার প্রবাহ
ধুয়ে মুছে যখন লীন মনে তপ্ত দহন দাহ।
তোমার ভাবনায় বুনন যত রহস্য মায়ায়
সেখানে মিশে যদি যেতাম অসীম সীমানায়
মুক্ত হয়ে যখন তুমি উড়ে চলায় আকাশ চিল
সৌন্দর্যের উপকরণে সোনালী গালে কৃষ্ণ তিল।
ঢেউ খেলানো অরণ্য চুলের গম্ভীর সম্ভারে
মিশে যেতাম সেখানে তোমার ভাবনার ভারে,
চোখ দুটি যেখানে শান্ত নিবিড় ভাবনার দীঘি
নরম হাতের পরশে থাকে চাওয়া আর বাকি কি !
যত আশা তৃষ্ণা সব যায় শান্তির রেখায় মিশে-
তোমার ভাবনায় ডুবেও যদি পরিণাম আসে বিষে,
যাতনা দহন যন্ত্রণা জানিব না বুঝিব না কিছু আর
তোমার মত, ভাবনার মত হয়ে- যদি হই ছারকার!
যাতনা দহন যন্ত্রণা কিছু আর থাকিবে না অবশেষে
শান্তিতে নিবিড়ে নিঃশেষ, তোমার ভাবনার বেশে।
তারিখঃ অক্টোবর ৩১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,