আর কত শত কোটি লাইন কত পাতা
লিখে গেলে
নিবিড় শান্তি আসবে মনে!
লতা, বৃক্ষ, নদী দিঘী খাল
শুকায়ে যায়,
মন শরীর শুকায়ে যায়
আশা বাসনা স্বপ্ন কথা ফুরায়ে যায়,
অনন্তঃ প্রফুল্লতায় সজীবতায় তুমি
আমাকে রেখেছো বাঁচিয়ে
যদি-
লেখার লাইনে লাইনে প্রিয় সব শব্দে শব্দে
যে নিত্য বুনন
সেখানে তোমার ষ্পর্শ পাই
অনুভূতি খুঁজে পাই।
তবেই ফুরায় আমার যত দহন, দাহ, যাতনা
তোমাকে পরিপূর্ণ পাওয়ায়।
অনন্তঃ প্রতিক্ষা আমার
শত কোটি লাইন পাতা লিখে
শেষ করার,
একান্ত পাওয়ার
চির অধিকার।।
তারিখঃ ডিসেম্বর ০৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,