জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র ও বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক হতে হবে, প্রস্তুত থাকতে হবে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির দু’দিনব্যাপী সভার প্রারম্ভিক বক্তব্যে ইনু এসব কথা বলেন। এই সভা শনিবার রাত পর্যন্ত চলবে।
ইনু বলেন, বিএনপি তাদের পুরাতন সঙ্গী জামায়াত-জঙ্গিদের নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। সরকার প্রশাসনিক ও আইনগতভাবে জঙ্গিদের কাবু করলেও রাজনৈতিক লড়াইয়ের ঘাটতির কারণে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদন অব্যাহত রয়েছে। জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান ও মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে।
তিনি বলেন, সরকার ও প্রশাসনের চারদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। গুন্ডাতন্ত্রের দাপট চলছে। জাতীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি এবং এত উন্নয়নের পরও নীতি-কাঠামোগত দুর্বলতা ও মুক্তবাজার অর্থনীতির মোহ থেকে বের হতে না পারায় সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ভয়ংকরভাবে বেড়েই চলেছে। জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট, গুন্ডাতন্ত্র ও বৈষম্য মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মুখপত্র ‘লড়াই’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সাবেক মন্ত্রী ইনুর সভাপতিত্বে সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
সূত্রঃ সমকাল।
তারিখঃ সেপ্টম্বর ২৪, ২০২১
রেটিং করুনঃ ,