লেভেল প্লেয়িং ফিল্ড কথাটি নিয়ে নতুন করে আলোচনার করার দরকার নেই, সাধারণতঃ নির্বাচনের সময় কথাটি বেশি প্রচলন থাকে, তবে এই করোনাকালে করোনা ভাইরাসটি লেভেল প্লেয়িং ফিল্ডের একটি কার্যকর ভূমিকায় থাকতে চায় যেখানে সে ধনী-গরীব কাউকে বিবেচনা করছে না, না কোন জ্ঞানী! না কোন মূর্খ! কাউকে বাদ দিচ্ছে না। ক্ষমতাবান, অসহায় মানুষ, মন্ত্রী, রাষ্ট্র প্রধান, রাজপুত্র, রাজ কণ্যা, রাজা-রানী, কর্মচারী, কর্মকর্তা কাউকে বাদ দিচ্ছে না সবার প্রতি তার এক আচরণ! করোনার জালে ধরা পড়েছে তো নিঃশ্বাস বন্দের যুদ্ধ, হয় পরাজয় অথবা যুদ্ধে জয়।
তারপরও কিছু বদ মানুষ ছলে-কৌশলে করোনা ভাইরাসের লেভেল প্লেয়িং ফিল্ডের কার্যকারিতা বানচাল করতে সদা ব্যস্ত, তারা কোন মতেই লেভেল প্লেয়িং ফিল্ডের কার্যকারিতা সফল হতে দিতে চায় না। চেষ্টায় তারা অবিরাম, নিদ্রাহীন।
একদিন করোনা-মুক্ত এই দেশে বা এই বিশ্বে লেভেল প্লেয়িং ফিল্ডের কার্যকারিতা যদি সফল হয় তখন বদ মানুষ গুলির ক্ষমতায়, প্রভাবে ধস নেমে যাবে এইজন্য তারা আতঙ্কিতও।
বিশেষ করে করোনা এই দেশে তার ভাইরাস বিস্তারে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে পারে কিনা তাতে যথেষ্ট সন্দেহ !!
তারিখ: এপ্রিল ৩০, ২০২০
রেটিং করুনঃ ,