অবসরে কখনও কখনও লিখি বা লেখার মত যদি মনের অবস্থা থাকে – এ কথাটি একজন লেখকের কিন্তু আমার অবস্থা ভিন্ন। মন, খাতা, কলম বা ল্যাবটপ নিয়ে বসে থাকি লেখার চেষ্টা করি কিন্তু মাথায় লেখার ভাব আসে না আর খাতা কলমে তো লেখা আসার কথাই নয়।
শত ব্যস্ততার মাঝে যেমন লেখার বিষয় মাথায় আসে না আর অবসরে তো আরও আসে না। নিজের বিষয়ে এ সব জেনে কোন কিছু না লেখার চেষ্টা করাটা আরও একটি নিম্ন মানের আচরণ। অনেক সময় মনে হয় কোন এক অদৃশ্য শক্তি যদি আমার মধ্যে ভর করে আমাকে একজন সত্যিকারের একজন লেখক বানিয়ে দেয় আর কলম যদি মহামূল্য কথা বাণী লিখতে থাকে ক্রমাগত তখন তো আমি সত্যই একজন লেখক। আমি লিখতে পারি না অথচ যিনি লেখক সত্যি কি তাঁর মধ্যে কোন এক অদৃশ্য শক্তি ভর করে থাকে যার শক্তিতে তিনি লিখেন বা একজন লেখক !! – এ প্রশ্ন আমার মধ্যে খেলা করে বহু কাল।
একজন লেখক লিখেন জন্মগত মেধা নিয়ে নাকি শুধু নিজের চেষ্টায় !! এ প্রশ্ন আমার মত অনেকের – এ প্রশ্নের উত্তর খুঁজতে যিনি বের হবেন তিনিও যে একদিন একজন লেখক হবেন এ বিশ্বাস আমার আছে, কারণ দিনে দিনে তিনি লেখার জগতে প্রবেশ করতে থাকবেন, লেখার নেশার পিছনে ছিটতে থাকবেন অবশেষে একজন লেখক হবেন, তবে যিনি নির্বোধ,নিষ্ঠুর তিনি কি করে লেখক হবেন !!
তারিখ: মার্চ ২০, ২০১৮
রেটিং করুনঃ ,