03/12/2013
লেখার ভাবনাগুলি
নিত্য দিনের কাজে বেশ মন বসেছে,
সংসারের চিন্তা, কর্ম-স্থলের চিন্তা
এ সবের মধ্য দিয়ে আছন্ন আছি বেশ।
তবুও চকিত চাওয়া প্রেমিকার মত
লেখার ধারা–
তবে দেয় না কি মনে দোলা !!
হাজার সংসারের কাজে
আয়-কর্ম কাজের ফাঁকে ফাঁকে,
লেখার একটা ভাবনা আসে
ফুলের মাঝে ভ্রমর যে ভাবে।
তবে কী ভাবে যে, ভাবনাকে বলি !
” লেখার ভাবনা যাও তুমি চলি !! ”
বেশ হতচকিত হয়ে ভাবি-
লেখার ভাবনার সাথে
নিজেকে কি ভাবে দূরে রাখি!!
মনের প্রেমিকা যিনি
বলে বহু বার —
” রাখতো লেখা-লেখি
কি হবে ও- সব দিয়ে
ঘর সজ্জা আছে, ভবিষৎ আছে,
আবেগও আছে মনে, দেহে। ”
আমাকে ডাকে কোকিল,
বাঁশ ঝাড়ের বনে পাখির কিচির-মিচির
বিশাল বৃক্ষের ছায়ায়
আমার ক্ষুদ্র দেহ শুয়ে থাকা,
পাল তোলা একখানি তরী নদীতে বয়ে চলে।
আমাকে ডাকে সে তরী খানি।।
বড় হতাশ হই যখন ভাবি –
প্রেমের আঁচলে, সংসারের জালে
আমার লেখার ভাবনাগুলি
যখন অতি ছোট হয়ে আসে !
বড় হতাশ হই যখন ভাবি
আয়-কর্ম কাজে, ভবিষৎ দিনের সাজে,
আমার লেখার ভাবনাগুলি
অতি ক্ষুদ্র হয়ে পড়ে আছে !
রেটিং করুনঃ ,