আমাদের অনেকের মনে প্রায় দিনই নানান ভাবনা ঘুরপাক খায়, কিন্তু সেগুলি আর তেমন ভাবে লিখে ব্লগগুলিতে আজকাল প্রকাশ ঘটে না, যদি নিয়মিত লেখার চর্চা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ভাবনাগুলিকে যদি প্রকাশ ঘটানো না হয় তবে সে ভাবনাগুলির মৃত্যু ঘটে আবার এটাও সত্য যে, আমাদের মত যারা ক্ষুদে লেখক তাদের কোন লেখা বা ভাবনা বর্তমান সমাজের যে ধারা তার কোন পরিবর্তন ঘটাবে না বা সমাজে কোন প্রভাবও ফেলবে না।
তবে মানুষ শুধুমাত্র জনপ্রিয়তার পাওয়ার জন্য, প্রাপ্তি পাওয়ার জন্য বা সমাজকে বদলানো বা সমাজের চেতনাকে জাগ্রত করার জন্য লিখে না, তারপরও লেখক আশা করে তার লেখার পাঠক প্রতিক্রিয়া !
অ-খ্যাত বা নাম অ-জানা কোন লেখকের কোন ধারণা বা ভাবনা থেকে একজন লেখক বা পাঠক লেখার একটি বড় পেক্ষাপট খুঁজে পেতে পারে, জনপ্রিয় ও অ-খ্যাত বা নাম অ-জানা লেখকের লেখা আমাদের সব সময়ই প্রয়োজন। অল্প অল্প করে হলেও কিছু না কিছু আমরা যেন লিখে যাই – বিন্দু বিন্দু করে লিখে লিখার সাগর না হলেও একটি যেন লেখার পুকুর বা দীঘি হয় !
লেখার তারিখ – ১৮ জুন ২০১৬
রেটিং করুনঃ ,