একবার একজন কবি আইনস্টাইনকে প্রশ্ন করেছিলেন ” আচ্ছা আপনি বলতে পারেন একবার আপনার মাথায় কোন তত্ব আসলে তখনই কি তত্বগুলি কাগজে লিখে ফেলেন !!! আইনস্টাইন উত্তর দিয়েছিলে ” আমাদের মাথায় কোন তত্ব আসলে আমরা তো তিন চার বছর ভুলিই না। “
এই হলো আইনস্টাইনের মাথা আর আমার মাথার জ্ঞান বা স্মৃতি শক্তি বা মনে রাখার ধারণের ক্ষমতা বা পরিধীটা কতটুকু ! তা নিজেই বেশ ভালো বুঝতে পারি ।
আমার মাথায় যা আছে আর যা আছে খসড়া খাতায় তার সংমিশ্রন ঘটিয়ে আবারও লেখা শুরু করা যায় তবে তা মান সন্মত লেখা হবে কিনা তাতে বেশ সন্ধিহান তবে এটুকু বুঝি লেখার জন্য চাই নিয়মত ভাবে লেখার পরিবেশ ও লেখার ধারাবাহিকতা।
একটা ধারণা মাথায় ভর করে বসলো বেশ শক্ত হয়ে, আজ যদি না লিখি তবে কাল আর লিখতে পারব না। যে প্রতিভা আমাকে লেখায় একদিন না লিখলে কী একটা ময়লার চাদরে বা আবরণে আমার লেখার প্রতিভা ঢেকে যাবে !!
কিছুটা নিশ্চিত হলাম, রবি ঠাকুরের গানে –
“যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–“
যেখানে আমার লেখার প্রতিভা আছে সেই লেখার তারে যেন ধুলা না জমে, প্রতিভার দুয়ারে কাঁটালতা যেন না জন্মে, প্রতিভার বাগান বাড়ি যেন ঘন ঘাসে ভরে না উঠে, প্রতিভার দিঘিতে যেন শ্যাওলা না জমে। আর এ জন্যই হয়তো মনের মধ্যে ও মাথার মধ্যে ধারণাটা ভর করলো লেখার যে প্রতিভা আমাকে লেখায় একদিন না লিখলে একটা ময়লার চাদরে বা আবরণে আমার লেখার প্রতিভা ঢেকে যাবে আর লেখা হবে না। তাই প্রতিদিন কিছু কিছু লেখার প্রচেষ্টা।
বেশ বুঝি মনের আবেগ দিয়ে, মেধার বিকাশ ঘটিয়ে আমাদের লেখা লেখি। লেখার বিষয়টা প্রতি দিন সকালে হাঁটা, কর্ম-স্থলের কাজ, বিকালে এক কাপ চা পানের মত নয়।
আমার উচ্চ পর্বত মালায় উঠা হয় নি, কয়লা খনিতে একজন শ্রমিক হয়ে কাজ করে কয়লা খনির কাজের অভিজ্ঞতা নেই, সমুদ্রে দীর্ঘ দিন কাটানো নাবিকের অভিজ্ঞতা নেই, অনেক সময় নানান অভজ্ঞতা ছাড়া লেখা যায় না, লিখতে গেলে অভিজ্ঞতার সাথে কল্পনার মিশ্রন লাগে, তাই অভিজ্ঞতা অর্জনের পথে যাত্রা হোক শুরু, সাথে অভিজ্ঞতার সাথে কল্পনার সাথে, আবেগ মিশিয়ে শুরু হোক দক্ষ কলমের লেখা।
তারিখ: ডিসেম্বর ০৭, ২০১৫
রেটিং করুনঃ ,
“আমার উচ্চ পর্বত মালায় উঠা হয় নি, কয়লা খনিতে একজন শ্রমিক হয়ে কাজ করে কয়লা খনির কাজের অভিজ্ঞতা নেই, সমুদ্রে দীর্ঘ দিন কাটানো নাবিকের অভিজ্ঞতা নেই, অনেক সময় নানান অভজ্ঞতা ছাড়া লেখা যায় না, লিখতে গেলে অভিজ্ঞতার সাথে কল্পনার মিশ্রন লাগে, তাই অভিজ্ঞতা অর্জনের পথে যাত্রা হোক শুরু, সাথে অভিজ্ঞতার সাথে কল্পনার সাথে, আবেগ মিশিয়ে শুরু হোক দক্ষ কলমের লেখা।”
ঠিক তাই। আপনার এই কথাটাই বাস্তব। তবে তাই হোক – অভিজ্ঞতা অর্জনের পথে যাত্রা হোক শুরু।
নানান কারণে আমাদের অভিজ্ঞতার অনেক অভাব, আবার আমাদের দেশের দ্রারিদ্রতা ভর করে অনেক বিশ্ব অর্থনীতিবিদ রাজনৈতিক নেতা বাংলাদেশকে ভর করে অনেক কিছু লিখে ফেলেছেন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবাই বা অনেকে লিখে তবে সবাই তো বড় লেখক হতে পারে না। তবে লেখার ইচ্ছা অদম্য হলে কিছু না কিছু তো বেরিয়ে আসবেই। আসুন আমরা লেখা-লেখির জন্য নিয়মিত চর্চা করে যাই।
খুব চিন্তাশীল মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, লেখার বেলায় এটা সত্য যে, একমাত্র অদম্য ইচ্ছাই মানুষকে লেখাতে পারে। অনেক অনেক শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।
এই লেখা আগেও পড়েছিলাম মনে হচ্ছে।
আমার স্মৃতি শক্তির কথা আর কি বলি সবই ভুলে বসে থাকি।
লেখার চর্চা না থাকলে আসলেই একটা আবরণ পরে যায়, তা থেকে আর সহজে বের হওয়া যায়না।
যাক আমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দর্শণ !
আপনাকে অনেক বারেই বলেছি যারা এইস. এস. সি পর্যায়ে বিজ্ঞানের ছাত্র-ছাত্রী তাদের মেধা উন্নত মানের হয় সেই সাথে স্মৃতি শক্তিও, আমার সেই কথাটির আবারও সত্যতার প্রমাণ দিলেন।
লেখার চর্চা না থাকলে আসলেই একটা আবরণ পরে যায়, তা থেকে আর সহজে বের হওয়া যায়না।
আপনার লেখার চর্চা নেই কে বলে ! আমি তো প্রতিদিনই আপনার লেখা পড়ি যা বর্তমান প্রযুক্তির সাথে বড় সঙ্গতি পূর্ণ। তবে লিখা-লিখির মত জায়গাগুলিতে বড় ধরণের লেখা যায়, বাক্য গঠন, বানানে একটু সতর্ক থাকে সবাই।
অন্য মাধ্যমগুলিতে বড় ও তথ্য সমৃদ্ধ লিখা লিখলে বিপত্তি, একটি লাইক দিয়ে দায়িত্ব শেষ করে ফেলে। এক দুই লাইনের স্টাটাসগুলি বেশ আলোচিত হয় কিন্তু সবার তো চার লাইনের রোবাইয়াৎ মত অর্থ সম্পর্ণ লেখা সম্ভব হয়ে উঠে না।
আমরা আজ যারা এখানে লিখছি তারা কি কোন মানের লেখক !! লেখার ছলে লিখে যাই, সময় কাটানো এই সব।
বাহ খুব সুন্দর গোছানো এখান পোষ্ট, লেখার কাজে উপকারি বটে/ এমন সুন্দ লেখার জন্য ধন্যবাদ :rose:
“যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
এমন মন্তব্যে আমার শুধু লেখার আগ্রহ বেড়ে যায়, শুভেচ্ছা জানবেন মান্নান ভাই।
স্মৃতি শক্তির কথা আর কি বলবো দুই মিনিট পড়ে কিছুই মনে থকে না।
ভুলে যাই বলেই তো আমরা সাধারণ আমরা তো আইনস্টাইন নই !! তবে যা মনে আসে তাই তখন লিখে রাখা উচিত।