প্রতি নিয়ম আমরা অনর্গল কথা বলে যাচ্ছি তার সব কথা কি লিখা যায় ! মানুষ যে কারণে কথা বলে লেখা-লেখিটা সে কারণে হয় তো ! তবে কথার কারণে নানান সমস্যার সমাধান হয়, অর্থ আয় হয় কিন্তু লিখে অনেক সমস্যার সমস্যার সমাধান হয় না আবার কখনও হয় কিন্তু ক্ষেত্রে বিশেষে সমস্যা বাড়ে।
তার পরও নিজের মনের কোণে জমে থাকা ভাবনাগুলিকে নিজের মত করে সাজিয়ে নানা ঢং এ লিখে যে আনন্দ তার চেয়ে অনাবিল, পরিচ্ছন্ন আর কিছু নেই, লিখে অন্যকে জয় করার মধ্যেই যত আনন্দ প্রশান্তি।
আবার যখন আনন্দ ধরার নামে মনের আকুলতা প্রকাশের নামে নানান কথা লিখে ফেলি সে লেখা কি কখনো কারও জালে কি আটকা পড়ে !! সেই লেখার জালে কেউ কি আটকিয়ে পড়ে !!!
এ জগতে কে বা জেলে ! কে বা মাছ!! কে যে কার জালে আটকা পড়ে !! কে বা জালের মালিক !!! মুক্ত মাছ কেনই বা জালে আটকা পড়ে, অবশেষে কেনই বা হারিয়ে ফেলে মাছ তার লাফালাফির সকল শক্তি !
দুই ধারার যে শক্তির মাঝে আমাদের যে বসবাস তার ব্যবধান দিনে দিনে বেড়ে যাবে যতদিন আছে আমাদের দেহে, মনে লাফালাফির সকল শক্তি !
তারিখ: মার্চ ১৮, ২০১৮
রেটিং করুনঃ ,