একজন লেখক অনেক কষ্ট স্বীকার করে, অনেক কিছু ত্যাগ করে লিখেন এটি সর্ব স্বীকৃত তবে লেখকদের একটি সৌভাগ্যের বিষয় আছে, তিনি তার লেখায় যা লিখেন সব লেখার কথা তার নয়, চলার পথে, হাটে বাজারে, পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবের সাথে নানান কথা বলার সময়ে যিনি লেখক তিনি তাদের মুখের অনেক কথা শুনে নিজের লেখার দক্ষতায় কারুকাজ করে সেই বিষয়গুলি তার লেখনীতে নিয়ে এসে তিনি গল্প, প্রবন্ধ লিখে ফেলেন বা কবিতা কিম্বা তার লেখার একটি অংশ হিসাবে দাঁড় করিয়ে দেন।
একবার একজন লেখক প্রতিষ্টিত হয়ে গেলে তিনি যদি কারও লেখার মূল বিষয়টি অন্য কোথাও থেকে যদি ধার করে লিখেন তখন কিন্তু পাঠক ধরে নেন যে এটি নির্ভেজাল ভাবেই প্রতিষ্টিত লেখকের ভাবনা বা লেখা।
এক জন যদি ছোট মাপের লেখকও হয় অর্থাৎ এক বা দুইটি বই বের করেছেন তিনি যদি লোকমুখে শুনা কথা লেখার শৈল্পিক কারুকাজ দ্বারা লিখে কোন প্রতিকায় বা বই আকারে প্রকাশ বরেন তখনও লোকমুখে শুনা কথাটির মালিক তিনি হয়ে যান।
আমাদের নানান গ্রামে গন্জে কত বক্তা আছেন নিত্য দিন কত কথা বলে যান মনের অজান্তে অনেক জ্ঞানগর্ভ কথা বলে যান কিন্তু তা আর কোথাও লিখা থাকে না, কিন্তু একজন লেখক যদি ঐ বক্তার কথা শুনে কোন জ্ঞানগর্ভ কথা পান তখন তা নিজের কথা বলে লিখে ফেলেন।
লেখকরা অনেক পড়াশুনা করেন পড়তে পড়তে মাথার মধ্যে লেখার নানান ডাল পালা তৈরী করে ফেলেন আর লিখে ফেলেন।
রেটিং করুনঃ ,