লেখিলিখির জগতে খুব ছোট্ট একটি আঙ্গিণা সেই “ লিখালিখি” প্রাঙ্গণের কয়েক জন লেখক ও কবির একটি সন্ধ্যায় একত্রিত হওয়ার কিছু মূহুর্ত। (২২শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যায়)
ছবিতে মালেক ভাই, মিতা ভাই ও আলভী ভাই
ছবিতে নূর মোহাম্মাদ নূরু ভাই ও চারু মান্নান ভাই।
ছবিতে হরবোলা ( আবু সাঈদ ) ভাই ও মালেক ভাই।
ছবিতে মিতা ভাই, প্রামানিক ভাই ও আলভী ভাই।
নাহার আপা ও দুলাভাই।
আড্ডা ও আলোচনার উপকরণ।
ছবিতে সবাই একসাথে।
পূর্বের ঘোষনা অনুযায়ি আজ ২২শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যায় “লিখালিখি” প্রাঙ্গণের কয়েক জন লেখক ও কবি একত্রিত হয়ে আড্ডায় বসেছিলেন। আড্ডা বা আলোচনায় বসার মধ্য দিয়ে লিখালিখি প্রাঙ্গণ দিনে দিনে সকলের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে এ আমাদের সকলের প্রত্যাশা।
তারিখ: ২২শে ডিসেম্বর, ২০১৭
রেটিং করুনঃ ,
রাত চারটার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। কম্পিউটার খুলেই রব্বানী ভাইয়ের আড্ডার পোষ্ট পেয়ে মনটা ভরে গেল। আড্ডায় যোগ দিতে পেরে নিজের কাছেই খুব ভালো লাগছে। মাঝে মাঝে এরকম সমমনাদের সাথে আড্ডা দিতে পারলে মনটা চাঙা হয়, মানসিক প্রশান্তি আসে। আগামীতেও এরকম আড্ডা দেয়ার সুযোগ যেন পাই বিধাতার কাছে এই কামনা করি। পোষ্টের জন্য রব্বানী ভাইকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই, এটি বুঝাই যায় কতটা গুরুত্ব পূর্ণ ছিল ছোট্ট পরিসরের আড্ডা আয়োজন, তাই তো শেষ রাতেও আপনি পোষ্ট পড়ে প্রাণ-খোলা মন্তব্য করেছেন।
মাঝে মাঝে এরকম সমমনাদের সাথে আড্ডা দিতে পারলে মনটা চাঙা হয়, মানসিক প্রশান্তি আসে। আগামীতেও এরকম আড্ডা দেয়ার সুযোগ যেন পাই
আমরা কাজের ফাকে ফাকে নিয়মিত লেখালিখি চর্চার মধ্যে থাকলে অবশ্যই আবারও আড্ডা আয়োজন হবে, অতীতেও বড় বড় কবি সাহিত্যিকগন নিয়মিত আড্ডা আয়োজন করত এটি সাহিত্য চর্চার একটি বড় অংশ।
অনেক অনেক ধন্যবাদ।
আমরাও সর্বদা পাশে থাকতে চাই ভাই । ধন্যবাদ সকলকে
সাঈদ সাহেব ধন্যবাদ।
আপনি কি ঢাকা কিংবা আশেপাশে থাকেন?
আপনাকে পেলে পরিচিত হওয়া যেত, কিছু কথা বিনিময়, আড্ডায় কাটানে যেত কিছু সময়।
আগামীতে অবশ্যই আমরা এক মঞ্চে একত্রিত হবো যদি আমরা নিয়মিত একটি লেখালেখির বন্ধনে থাকতে পারি।
ভাল লাগল। অবশেষে আড্ডাটা হল। কিন্তু ক্ষ্ট লাগল যে এত অল্প কেন???
আমি আশা করেছিলাম আরো অনেক থাকবেন। এখানে ইয়াং কয়েক জন থাকবেন। কিন্তু আফসোস যে ইয়াং দের থেকে বুড়ারাই বেশি উদ্দ্যমী। (আমি বুড়াদের উদ্দ্যমী হয়াতে আফসোস করছি না। এইটা অবশ্যি খুশির বিষয়, আমি মূলত আফসোস করছি ইয়াংদের জন্য যারা উদ্দ্যমী হওয়ার দরকার ছিল।
তবে যারা আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
ইয়াংদের মধ্যে আমিই ছিলাম কাছাকাছি, কিন্তু যাওয়া হলো না আমার :-D
আপনাকে অনেক মিস করেছি।
আশা করি আবার সুযোগ আসবে।
আমিও কিছুটা ইয়াং ছিলাম, তাই কোন ছবিতে আমি নাই !! :happydance2: :clap: :dance:
মিয়া ভাই আপনি তো চরম ফাকিবাজ। আলাতুল ফাকি মারেন। @ রব্বানী ভাই।
বয়সে যাই হোক মনের দিক থেকে আমি ইয়ং।
ফাকিবাজদের এখন বড় জয়, তাই ঐ পথ ধরলাম ফৈনা ভাই।
ঠিক আছে প্রামানিক ভাই উপস্থিত সকলের মধ্যে আপনাকে ইয়াং হিসাবে বিজয়ী ঘোষনা করা হলো, হাতে রাখবেন :rose: সব সময়
বৃদ্ধরা যে কেন লিখে ! দ্রুত দিন ফুরিয়ে আসছে বলে !! আর ইয়াং কি সারাক্ষণই ফেসবুকে ফোনে আলাপনা থাকে তাই বুঝা হলো না আজও,
আমাদের ফেনা ভাই ঠিকই বলেছে কোন ইয়াং নেই আড্ডায় যাদের দেশকে চালিয়ে নেওয়ার কথা।
আয়োজনকারীদের ভুল সিদ্ধান্ত ছিলো ! একান্তই না পারেলেও কিছু ফেক নামধারী হলেও এই প্রজন্মের ইয়াং তরুণ ও তরুণী লেখক কবিদের আড্ডায় আনা উচিত ছিল।
যারা উপস্থিত ছিল বা ছিল না সবার জন্য লাল :rose: :rose: :rose:
শুধু শরীরের বয়স বাড়লেই যে মনের বয়স বাড়ে না এটা তার উৎকৃষ্ঠ প্রমাণ!!
ইয়াংদের চেয়ে এখন বুড়োরাই বেশী উদ্যমী!!
নাহার আপু আপনার কিন্তু আমার পক্ষ থেকে এককাপ চা বেশি খাওয়ার কথা ছিল। আমার মনে হয় আপনি ভুলে গেছেন। ফেনা কিন্তু মহা পাগল। ফেনা দেশে নাই। তাই সবাই বেচে গেলেন। আমি থাকলে একটু ত আমাকে সহ্য করা লাগতই।
হা হা হা হ—
হ্যা, আমি আমার কথা রেখেছিতো!!
এক কাপ চা কেন, দেখছেন তো আমি খেয়েই চলেছি!!!
কথা ছিল আপনাকে ‘টা সমেত ‘ ফেরৎ দেব।
আপনি একবার এসেই দেখুন আপনার পাগলামি আমরা সহ্য করি কিনা!!
আমরা যে সর্বংসহা!!!
অনেক অনেক ধন্যবাদ ফেনা ভাই!!!
আমি এই আড্ডার পোষ্টে সবার সাথে কথা বলছি, মজা করার চেষ্টা করছি কিন্তু আমি মনে হয় আড্ডায় যারা উপস্থিত ছিল তাদের কাছে আমি বয়সে এবং লেখালিখিতে একেবারেই পনা।
আমি নাহার আপার দলে, আমরা রবীন্দ্রনাথ হতে চাই, যিনি আশিতেও ছিল তরুণ মনের অথবা একালের এ.পি, জে কালামের মত। চুরান্নইও ছিলেন তিনি শ্রেষ্ট তরুণ।
যার হয় না নয়ে, তার হবে না নব্বইতে।
যা যোয়ানে তরুন হতে পারে না সে তো বুড়া বয়সে কেমনে তরুন থাকবে।
সেই জন্য এখনকার বুড়াদের(মনে তরুন্দের)কে নতুন্দের শিখাতে হবে কোনট সঠিক পথ। তাদের সামনে হাটতে শিখাতে হবে।
অলোয়েজ ওল্ড ইজ গোল্ড।
আই এ্যাম নট ওল্ড। :tease: :tease: :tease: :tease:
শুধু শরীরের বয়স বাড়লেই যে মনের বয়স বাড়ে না এটা তার উৎকৃষ্ঠ প্রমাণ আমি। অস্বীকার করার কোন সুযোগই নাই।
সঞ্চালক সাহেব যখন আড্ডা আয়োজনের কথা জানিয়ে পোষ্ট দিয়েছিলেন তখন আসলে তেমন কোন সারা মিলে নি, এর মধ্যে বয়সের দিক দিয়ে কোন তরুণ লেখক থাকলেও কোন সারা দেন নি,
তা ছাড়া নাহার আপা যেমন বললেন সেখানে মনের দিক দিকে যারা তরুণ তারাই সেখানে উপস্থিত ছিলেন – এর বাইরে আর কি বলার আছে !!
আমি কিন্তু অনেক কম বয়সী।
বাবা কয় হেন দিনের পোলা, মায় কইত এই ছেরা এত কথা কছ কে?
বউ কয় তোমার কি বয়স বাড়ে না, ফাজিল একটা।
পুরাতন/চির নতুন সব সহ ব্লগারদের সাথে
মিলিত হবার সূবর্ণ ক্ষণকে ক্যামেরা বন্ধি করার জন্য
ধন্যবাদ রাব্বানী ভাইকে। আগামীতেও এমন আড্ডার প্রত্যাশায়।
ধন্যবাদ ভাই।
আপনার উপস্থিতি আনন্দঘন করেছিল আড্ডাটি।
আপনার লেখার সাথে পরিচিত হলেও
বাস্তবে আপনার সাথে পরিচিত হতে
পেরে দারুন খুশী হয়েছি। আড্ডা শেষ
হয়েছে তবে এর রেশ রয়ে যাবে আজীবন।
শুভকামনা আপনার জন্য। আড্ডার সকলের জন্য।
উপস্থিত থাকতে পারলে ভালো লাগতো খুব, কিন্তু তা আর হলো কই………যারা উপস্থিত ছিলেন তাদের সবার প্রতি রইল শ্রদ্ধা।
আপনি জ্যাম দেইখা ভয় পাইেলন সেই জন্যই তো এই অবস্থা – –
না ভাই, জ্যাম পর্যন্ত যাওয়ার সুযোগও আমার হয়নি :-(
রাতে এসেই রব্বানী ভাই লিখে ফেললেন আড্ডা কাহিনী!!
অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য!
নতুন হিসেবে পেলাম মালেক ভাই আর মিতা ভাইকে।
অনেক অনেক শুভেচ্ছা নতুন ভাইদের!!
আর সবার মাঝে আমি ছিলাম একটি ‘পারুল বোন!’
আর সাথে ছিলাম আমরা সাত ভাই চম্পা!
আলভী ভাই মন্দ বলেন নাই
সাথে অবশ্য আট ভাই ছিলেন।
কিন্তু বোন আমি মাত্র একটি ছিলাম বলেই আমি পারুল বোন!
একটি ‘পারুল বোন!’ এটি কিন্তু আপনার বিশাল এক সৌভাগ্যের গুণে অর্জন, আলভী ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলি সাথে ছিলাম আমরা সাত ভাই চম্পা
নাহার আপা, আপনার সংগ্রহে থাকা ছবি দিয়ে আর একটি আড্ডা ছবিপোষ্ট দিবেন আশা রাখলাম।
আসলেই এটা আমার পরম সৌভাগ্য যে আমি আপনাদের পারুল বোন হতে পেরেছি!!
আপনার এই আড্ডা পোস্টের পরে কি আর কারো আড্ডা পোস্ট জমবে?
সত্যিই নাহার আপা, আসলেই আপনি পরম সৌভাগ্যবতী! কয়জনই বা এমন পারুল/ চম্পা হওয়ার সৌভাগ্য হয়। দোয়া করছি, প্রিয় বোনটি আমার আরো অনেক অনেক বেশি সৌভাগ্যবতী হোন। :-D :-* :heart:
শিল্পী আপা অনেকদিন পরে আপনাকে পেলাম আরেক নতুন আঙিনায়, এ কি আমার বা আমাদের কম সৌভাগ্য!!
এক সময় আমরা একসাথে কতই না আড্ডা দিয়েছি।
আবার জমবে মেলা এই আসরে!
অনেক অনেক শুভেচ্ছা শিল্পী আপা!
আশা করি আপনাকে নিয়মিতই পাব!
অনেক ভাল থাকবেন!
যে যাই বলুক,
আমরা যতই বলি, ভাচুর্য়াল জগত কাছে টানে না,
আমরা বার বার আড্ডায় বসেছি, তা কিসে টান?
এ এক মোহ মায়া; যে টান আমাদেরকে বার বার আড্ডায় বসায়
এখানে বয়সের কোন মাপ কাঠি অচল;
এ টান আমাদের ভালোবাসার টান।
===== সবাই কে অভিন্দন; অভিন্দন এমন সুষ্ঠ আড্ডা সমপ্তির।
অভিন্দন প্রবাসি মিতা ভাইকে পেয়ে, অজানার এক মিশেল আড্ডা,
এমনি করে আমরা সবাই থাকব মায়ার বাধনে।
খুব অল্প কথায় মূল কথাটি লিখে বুঝিয়ে দিয়েছেন আমাদের অন্তরের টানের গভীরতা কত !
কবে, কোথায়, কখন কি হলো কিছুই জানতে পারলাম না। দূর্ভাগা।
যাহোক, তবুও কিছু প্রিয়মুখ একসাথে দেখে ভালই লাগলো।
জামান ভাই
আপনিতো ঘোষনা দিয়ে রেখেছিলেন কেউ যেন কোন রকম অনুষ্ঠানে আমন্ত্রণ না করে, তাই হয়ত সাহস করে কেউ আপনাকে বিরক্ত করেন নাই।
মালেক ভাই,
আমার ঘোষনাকে সম্মান জানিয়ে বিরক্ত না করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জীবন যুদ্ধে ব্যস্ত সবায়
নিরন্তর ছুটে চলা
হয়না সময় বন্ধুর সাথে
একটু কথা বলা।
মিতা ভায়ের কথা মত
একটু সময় করে
রব্বানী ভাই ফোনে ফোনে
আনলো সবার ধরে।
মিলন মেলা উঠলো জমে
নানান কথার মাঝে
আড্ডা যেন শেষ হবেনা
ফিরবেনা কেউ কাজে!
নানান স্বাদের খাবার খেলাম
লাগলো মজা বেশ
অনেক স্মৃতি সংগে নিয়ে
আড্ডা হলো শেষ।
:1st: :1st: :1st: :1st: :1st: :1st: :1st: :1st: :rose: :rose: :rose: :rose:
মিলন মেলা উঠলো জমে
নানান কথার মাঝে
আড্ডা যেন শেষ হবেনা
ফিরবেনা কেউ কাজে!
নানান স্বাদের খাবার খেলাম
লাগলো মজা বেশ
অনেক স্মৃতি সংগে নিয়ে
আড্ডা হলো শেষ।
আড্ডা নিয়ে চমৎকার লিখেছেন!!
অনেক অনেক শুভেচ্ছা আলভী ভাই!!! :rose: :rose: :rose:
নাহার আপু
চমৎকার পংক্তিমালায়
আড্ডাকে স্মরণীয় করে
রাখার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ
অসাধারণ লিখেছেন আলভী ভাই, আর তা লিখালিখি তে প্রকাশ পেয়েছে। অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
:rose: :cry:
বাহ্! বাহ্! দারুণ লিখেছেন আলভী ভাই!! :clap: :clap:
রাব্বানী ভাই
আড্ডা আয়োজনের জন্য প্রথমেই ধন্যবাদ আপনাকে।
আড্ডাবাজ মানুষ আমি উপভোগ করেছি আড্ডাটি।
মিতা ভাইকে ভেবেছিলাম, অন্তর্মূখী মানুষ। তিনিও খোলস ছেড়ে বেরিয়ে এলেন। দারুন উপভোগ করেছি সকলের প্রানবন্ত উপস্থিতি।
সেদিন যারা উপস্থিত ছিলেন শত ব্যস্ততার মাঝে আসলে ধন্যবাদ সবাইর প্রাপ্তি আর কিছুটা আমার ভাগে!
খুব উপভোগ্য ছিল আড্ডা আয়েজনটি।
স্মৃতি পটে রেখাপাত করার মত জীবনে স্মরণীয় কিছু মুহুর্ত স্থান করে নেয়, গতকাল ছিল এমনি একটি দিন যা আজীবন
স্মৃতি পটে রেখাপাত করার মত জীবনে স্মরণীয় কিছু মুহুর্ত স্থান করে নেয়, গতকাল ছিল এমনি একটি দিন যা আজীবন মনে রাখার মত!
অনেক ধন্যবাদ আলভী ভাই আপনাকে।
সৌভাগ্যবশত আপনি তখন ঢাকায় ছিলেন!
এমন কোন পুনর্মিলনীর আমন্ত্রণ পেলে আবার আসতে চেষ্টা করবেন।
ঢাকার বাইরে থেকে সহজেই কেউ আসতে চান না।
কামাল ভাই মাঝেমাঝে আসেন, আবার আসেন না।
সবাই থাকলে ভাল লাগে!!
কি দারুন দেখা গেলো
খাবারগুলি মজার ছিলো!
সত্যিই অসাধারণ একটি আয়োজন!! প্রিয় সব মানুষগুলোকে একসাথে দেখে খুবই খুবই ভালো লাগলো। সবার জন্য রইলো ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা। :heart: :heart:
আজ দিনটি আমাদের জন্য বড় সৌভাগ্যের আমাদের শিল্পী আপা, লেখিলিখির জগতে খুব ছোট্ট একটি আঙ্গিণা সেই “ লিখালিখি” প্রাঙ্গণে লগ ইন করে মন্তব্য করতে শুরু করেছেন আমাদের সকলের প্রিয় আপা। আমরা খুব আশাবাদী যে ” লিখালিখি” প্রাঙ্গণ এবার ঝলমল করে উঠবে।