লেখক: হাসান ইমাম।
১৩ বছর বয়সে বাবাকে হারানো লতা মঙ্গেশকর ভাইবোনদের আগলে রেখেছেন আমৃত্যু। মা সুধামতি সে সময় দিশেহারা হয়ে পড়েন। বাধ্য হয়েই পরিবারের হাল ধরেন ছোট্ট লতা। শূন্য থেকে শুরু করে নিজের প্রতিভা দিয়ে হয়ে ওঠেন কিংবদন্তি গায়িকা। তাঁর কিন্নর কণ্ঠের গান শুনে প্রেমে পড়েছেন লাখো পুরুষ। কিন্তু সেই লতাই কখনো কারও সঙ্গে জড়ালেন না। করলেন না বিয়ে, গড়লেন না আলাদা কোনো পরিবার।
সুখে–দুঃখে ভাইবোন
যতীন মিশ্রর বই লতা সুর গাথায় লতা বলেছেন, ‘প্রায়ই রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি আর ভীষণ খিদে পেত আমার। তখন রেকর্ডিং স্টুডিওতে ক্যানটিন থাকত। নানা রকম খাবার পাওয়া যেত কি না, সে বিষয়ে আমার মনে নেই। তবে চা-বিস্কুট খুঁজে পাওয়া যেত, তা বেশ মনে আছে। সারা দিনে এক কাপ চা আর দু-চারটে বিস্কুট খেয়েই কেটে যেত। এমনও দিন গেছে, যেদিন শুধু জল খেয়ে সারা দিন রেকর্ডিং করছি, কাজের ফাঁকে মনেই আসেনি যে ক্যানটিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি। সারাক্ষণ মাথায় এটাই ঘুরত—যেভাবে হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে।’
লতার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল ছোট বোন আশা ভোঁসলের জন্য। ঠিক এভাবে না বলে, বলা যায়— আশাকে ভালোবেসেই পড়াশোনা ছেড়েছিলেন লতা মঙ্গেশকর। চার বছরের ছোট বোন আশা বড় বোনকে খুব ভালোবাসতেন। চোখের আড়াল হতে দিতে চাইতেন না। বড় বোনও তাই ন্যাওটা আশাকে রাখতেন কাছে কাছে। স্কুলে যাওয়ার সময়ও বোনকে নিয়ে যেতেন সঙ্গে করে। কয়েক দিন বিষয়টি খেয়াল করার পর স্কুল কর্তৃপক্ষ বোনকে বাসায় রেখে স্কুলে আসার নির্দেশ দেয়। সেটা মানতে না পেরে নিজেই স্কুলে যাওয়া বন্ধ করে দেন।
আর সেই বোনের সঙ্গেই বেশ কয়েক বছর কথা বলেননি লতা মঙ্গেশকর! আশা নিজেও নামকরা গায়িকা। উঠতি বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন গনপতি রাও ভোঁসলেকে। আশার সেই বিয়ে সুখের হয়নি। বোনের সঙ্গে সেই অভিমান ঘোঁচে আশার সঙ্গে গনপতি রাওয়ের বিচ্ছেদের পর। দুই সন্তান নিয়ে বাড়িতে ফেরার পর কথা না বলে এড়িয়ে যেতে পারেননি লতা।
পারিবারিক শিক্ষায় এগিয়ে নিয়েছেন নিজেকে
লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকর তাঁর মেয়েদের বিষয়ে ছিলেন ভীষণ রক্ষণশীল। মেয়েদের শাস্ত্রীয় সংগীতে উৎসাহ দিতেন। কায়দা করে পোশাক পরা, বেশি সাজগোজ (স্নো-পাউডার মাখা) পছন্দ করতেন না। এমনকি নিজের নাটকের দলের পরিবেশনা থাকলেও রাত করে সেটা সন্তানদের দেখতে যাওয়া পছন্দ করতেন না। সন্তানদের রুচি তৈরিতে বেশ কঠোর ছিলেন তিনি।
লতা বলেন, ‘বাবা আমাদের সিনেমা দেখতে যাওয়াও পছন্দ করতেন না। তবে ব্যতিক্রম ঘটত শুধু মারাঠি নির্মাতা ভালজি পেনঢারকার ও ক্যালকাটা নিউ থিয়েটারসের সিনেমা এলে। বাবা মনে করতেন, তাদের সিনেমায় ভালো গল্প হয়, সংগীত আয়োজনও ঠিক থাকে।’
ছোটবেলা থেকেই তাই নিজেদের রুচিটা তৈরি হয়েছিল বলে মনে করেন মঙ্গেশকরের সন্তানেরা।
লতার ভালোবাসা
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর কেন বিয়ে করলেন না আজীবন? তিনি কি কাউকে ভালোবাসতেন? আজীবন চেষ্টা করেছেন ব্যক্তি লতাকে লুকিয়ে রাখতে, তাই এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর মেলেনি। তবে বিভিন্ন সময়ে কয়েকটি নাম চর্চিত হয়েছে লতার সঙ্গে।
লতা বলেন, ‘বাবা আমাদের সিনেমা দেখতে যাওয়াও পছন্দ করতেন না। তবে ব্যতিক্রম ঘটত শুধু মারাঠি নির্মাতা ভালজি পেনঢারকার ও ক্যালকাটা নিউ থিয়েটারসের সিনেমা এলে। বাবা মনে করতেন, তাদের সিনেমায় ভালো গল্প হয়, সংগীত আয়োজনও ঠিক থাকে।’
ছোটবেলা থেকেই তাই নিজেদের রুচিটা তৈরি হয়েছিল বলে মনে করেন মঙ্গেশকরের সন্তানেরা।
লতার ভালোবাসা
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর কেন বিয়ে করলেন না আজীবন? তিনি কি কাউকে ভালোবাসতেন? আজীবন চেষ্টা করেছেন ব্যক্তি লতাকে লুকিয়ে রাখতে, তাই এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর মেলেনি। তবে বিভিন্ন সময়ে কয়েকটি নাম চর্চিত হয়েছে লতার সঙ্গে।
এই বইয়ে উঠে এসেছে লতার জীবনের নানা কথা
রাজস্থানের রাজ পরিবারের ছেলে রাজ সিং। এদিকে লতা ভারতের কিংবদন্তি গায়িকা হলেও রাজ পরিবারের নিয়ম রক্ষায় রাজ পরিবারের বাইরের কাউকে বিয়ে করতে পারেননি রাজ। দুজন যেহেতু দুজনকে অনেক ভালোবাসতেন, তাই আজীবন ভালো বন্ধুই থেকে গেছেন। ২০০৯ সালে আলঝেইমারে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নেন রাজ সিং। লতা মঙ্গেশকরকে তিনি ভালোবেসে ডাকতেন ‘মিঠু’ নামে। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথের সঙ্গে বন্ধুত্বের সুবাদেই মঙ্গেশকর পরিবারে যাতায়াত ছিল রাজের। সেখান থেকেই লতার সঙ্গে পরিচয় ও প্রেম।
***সূত্র: দ্য ইকনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এপিএন লাইভ
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ ফেব্রুয়ারী ০৬, ২০২২
রেটিং করুনঃ ,