প্রতিটি মানুষ কিছু দর্শণ, সূত্র বা মতবাদ নিয়ে চলে সঠিক ভালো ভাবে চলার ইচ্ছায়। দর্শণ সূত্রগুলি উন্নত মানের হলেও বাস্তব জীবনে অনেকেই উন্নত স্থানে পৌঁছাতে পারেন না। আমি নিজেও পারি নি এর পিছনে অনেক কারণ নীরবে জমা হয়ে আছে।
দৃঢ় প্রত্যয়ের অভাব, কঠিন পরিশ্রমকে উপেক্ষা করা। জীবন ধারা সহজ প্রবাহে প্রবাহিত হওয়া। প্রচন্ড থাক্কা ছাড়া, সেই ধাক্কা থেকে উদ্ধার পাওয়ার কঠিন বাসনা মনে স্থাপন না করা গেলে কাংখিত স্থানে পৌঁছানো যায় না।
আবার কঠিন মনবল, প্রত্যয় থাকার পরেও অনেক সময় অনেকের পক্ষ্যে লক্ষ্য মত স্থানে পোঁছানো যাওয়া যায় না।
জীবনে ছোট বড় ধাক্কা আসলেও সেই ধাক্কা থেকে শুক্ষা নিয়ে দৃঢ় প্রত্যয়ে নিয়ে কঠিন পরিশ্রমের পথ ধরে এগিয়ে চললেও তা কাজে আসে নি। তবে যে নিজের মূল্যায়ন নিজে করতে পাচ্ছি এটাই বড় কথা, কাংখিত স্থানে পৌঁছাতে না পেরেও। ভুলগুলি, ক্রুটিগুলি চিহ্নিত হচ্ছে। জীবন থেমে থাকার নয় তাই সেই চিহ্নিত ভুলগুলি, ক্রুটিগুলির উপর ভালো পর্যবেক্ষণ করে জীবনের কাংখিত স্থানে পৌঁছানো যেতেও পারে।
জীবনের গতি যে ভাবেই চলুক না কেন উন্নত লক্ষ্য প্রতি মূহুর্তে, ক্ষুদ্র ক্ষুদ্র মূহুর্তকে উপেক্ষা করার, অবহেলা করার, নষ্ট করার কোন উপায় নেই যতটুকু কাল আমাদের এ জীবন।
তারিখঃ সেপ্টম্বর ০৮, ২০১৯
রেটিং করুনঃ ,