লকডাউন বা কঠোর বিধি নিষিধে চলতে থাকায় একুশে বইমেলায় লোকসমাগম এখন নগণ্য। গতকাল মঙ্গলবার অনেক স্টলে সারা দিনে কোনো বেচাকেনা হয়নি। তবে রোববার কালবৈশাখীর আঘাতে মেলায় যে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছিল, তা কেটেছে। মেরামতের পর স্টলগুলো আবার খুলেছে।
পাঞ্জেরীর বিক্রয় ব্যবস্থাপক নূরুজ্জামান বললেন, তাঁদের যে বিক্রি হয়েছে, তা বলার মতো নয়। এবার তাঁদের ৪০টি নতুন বই এসেছে। সাধারণত ঢাকার বইরে থেকে তাঁদের ক্রেতারা আসেন তালিকা ধরে বই কিনতে। ঢাকার বাইরের বইয়ের দোকানগুলোতে এখন সাধারণত নোট-গাইড ছাড়া সৃজনশীল বই বিশেষ রাখা হয় না। সে কারণে বইমেলার একটি বড় ক্রেতা মফস্বলের পাঠকেরা। এবার লকডাউনের কারণে সেই ক্রেতারা আসতে পারছেন না। এখন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা করার কোনো অর্থ নেই। শুধু খরচ বাড়ছে।
সূত্র: প্রথম আলো
তারিখ: এপ্রিল ০৭, ২০২১
রেটিং করুনঃ ,