অথচ, হারিয়ে গিয়েছো এমনই তো তুমি !
হারানোটা ছিল বরং সুখের, ভুলে যাওয়াটাও
কিন্তু রেখেছি মনে পবিত্র কাজ মনে করে –
গর্বিত যখন মনের কোণে অবিরাম তুমি।
ফুরিয়ে যাওয়ার মত যে নয়
সবুজ বৃক্ষের ছায়া তল
জোস্নার আলো, নদী, সাগরে ঢেউ
পাহাড়ে ঝর্ণার ঢল, আকাশে নীল
রাত্রী আকাশে নক্ষত্র গোনা,
সমুদ্র তীরে বালু-নুড়ি কণা
তাদের মত ফুরাবার তুমি নও।
অবিকল সেই দিনগুলির মত তুমি,
সময় করে নি একটুকুও তোমাকে ক্ষত।
কিশোরী রূপে আজও অক্ষত।।
সু-মধুর মিষ্টি বাতাসে
ভাসে সেই ক্ষণগুলির মেঘ
কষ্ট যাতনা জানান দিয়ে বলে
যা অতীত সবই অনুভূতি আবেগ।
তারিখ: জুন ১৮, ২০১৮ (স)
রেটিং করুনঃ ,