দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ছে। এবার ভরিতে বাড়বে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এই দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম কাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সর্বশেষ ৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বৃদ্ধি করে তারা। তখন সমিতির নেতারা যুক্তি দেখিয়েছিলেন, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও একই দাবি করে সোনার দাম বাড়িয়েছেন সমিতির নেতারা।
দাম বাড়ায় কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট ৭১ হাজার ৩৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৫৯ হাজার ৪৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
কাল থেকে থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮১৭ টাকা বাড়ছে।
সূত্র:প্রথম আলো।
তারিখ:ডিসেম্বর ২৯, ২০২২
রেটিং করুনঃ ,