লেখক: মনজুরুল হক, টোকিও থেকে
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তাঁর দেশ রাশিয়া থেকে অশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করবে না। এ ক্ষেত্রে জাপান যুক্তরাষ্ট্রের পথে চলবে না।
ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র অশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার কথা বলেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার টোকিওতে সাংবাদিকদের উদ্দেশে কিশিদা বলেন, জাপানের জাতীয় স্বার্থে জ্বালানির স্থিতিশীল সরবরাহ প্রয়োজন। তিনি আরও বলেন, জাপান আমদানি হয়ে আসা জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীল। রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা টোকিওর পক্ষে সম্ভব নয়।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেছেন, জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়ায় অন্যরা দলে যোগ না দিলেও নিজস্ব অবস্থান ধরে রাখা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব। তবে সীমিত সম্পদের দেশ জাপানের পক্ষে সেই পথে অগ্রসর হওয়া সহজ নয়।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা বাজার থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করাসহ কঠোর বেশ কিছু নিষেধাজ্ঞা মস্কোর বিরুদ্ধে জাপান ইতিমধ্যে আরোপ করেছে। নিষেধাজ্ঞা আরও বেশি কঠোর করে নিতে প্রয়োজনে সাতটি অগ্রসর দেশের জোট জি-৭–এর সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিয়ে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া থেকে জাপান পিছিয়ে থাকবে না।
বিজ্ঞাপন
জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার মতো জ্বালানি উৎসের অংশ জাপান রাশিয়া থেকে আমদানি করে। জাপানে কয়লার মোট চাহিদার প্রায় ১২ শতাংশ আসে রাশিয়া থেকে। অন্যদিকে অশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির বেলায় রাশিয়া থেকে আসা অংশ হচ্ছে যথাক্রমে ৬ ও ৮ শতাংশের কাছাকাছি।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ মার্চ ১০, ২০২২
রেটিং করুনঃ ,