রাশিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এসব বিক্ষোভ থেকে একদিনেই ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান মানবাধিকার কর্মী এবং কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু মস্কো থেকেই আটক করা হয়েছে ১ হাজার ৭০০ জনকে।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এসব বিক্ষোভকারীদের আটক করা হয়।
এদিকে ওভিডি-ইনফো নামে একটি মনিটরিং গ্রুপের বরাত দিয়ে বিবিসি বলছে, মোট ৫৩টি শহর থেকে তাদের আটক করা হয়েছে।
রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে ওভিডি-ইনফো।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছেন রুশ সেনারা।
এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১২তম দিনে গড়িয়েছে। রাশিয়াজুড়ে বিক্ষোভের উপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সূত্রঃ সমকাল।
তারিখঃ মার্চ ০৭, ২০২২
রেটিং করুনঃ ,