প্রতি রাত জাগায়ে আমাকে দিয়ে কত কি যে লেখাও
ধীরে ধীরে রাতকে ঘিরে ধেরে গভীর একাকিত্ব
খাপ ছাড়া একটি নক্ষত্রের মত।
লিখি আর নিজেকে গড়ি আকাশে আরও একটি খাপ ছাড়া নক্ষত্রের মত।
যত দূর দৃষ্টি সীমা যায়,
একে একে সব ফ্লাট বাড়িতে চলে আলো নিভানোর আয়োজন!
নিদ্রার আয়োজন চলে, যেখানে সুখ নামে ক্লান্তি যায় চলে
আর একটি নতুন সকালের আশায়।
তুমিও তখন ক্লান্তি মুছে গভীর স্বপ্ন মাঠে।
আমি লিখি তোমার ভাবনার কথা, তীব্র আকর্ষনের কথা !
মাধুরী মাখা শব্দে, প্রিয় সব প্রতি লাইনে লাইনে
কখনও নক্সাকারের তুলি নিয়ে, নানান রঙ মিশিয়ে
তোমার সৌণ্দর্যের বর্ণনা লিখি, রাজ-দিন লিপির মত
যেন রাজার খাস লেখক প্রজা বটে।
তবে গর্বিত কাজ পেয়ে কৃতজ্ঞ আমি
সৌন্দর্যের দেবী বলি, আকর্ষণের দেবী বলি !
যে দেবী বলি না কেন ! অন্তরের দেবী তুমি !
রাত পেরিয়ে খাপ ছাড়া নক্ষত্রটি যখন
নতুন সকালের আলোতে মিশে যাওয়ার আয়োজন
একটু নিদ্রা এসে নিয়ে গেল স্বপ্ন বাগানে
দেখি সেখানে সম্রাজ্ঞী সাজে আলো হাতে এসেছো
আমার ঘুম ভাঙ্গাতে !
তারিখ: জুলাই ২৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,