Welcome to rabbani basra

আমার লেখালাখির খাতা

শুরু হোক পথচলা !

Member Login

Lost your password?

Registration is closed

Sorry, you are not allowed to register by yourself on this site!

You must either be invited by one of our team member or request an invitation by email at info {at} yoursite {dot} com.

Note: If you are the admin and want to display the register form here, log in to your dashboard, and go to Settings > General and click "Anyone can register".

রাজারবাগ দরবার শরিফ: জমি ৩১ জেলায়, গাড়ি ৫৬টি (২০২২)

Share on Facebook

লেখক: শেখ সাবিহা আলম।

ঢাকার রাজারবাগ দরবার শরিফের পীর নামে পরিচিত দিল্লুর রহমানের মালিকানায় দেশের ৩১ জেলায় প্রায় ৫৫ বিঘা জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি হাইকোর্টে জমা দেওয়া দুদকের একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রাজারবাগ দরবার শরিফ ও দিল্লুর রহমানের সম্পদ-দায় বিষয়ে তদন্ত করতে গত বছরের সেপ্টেম্বরে দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে তদন্ত করে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিয়েছে দুদক।

দুদকের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে আরও বলা হয়েছে, বান্দরবানের লামায় ৩০০ একর রাবারবাগান ৪০ বছরের জন্য ইজারা নিয়েছেন দিল্লুর রহমান। এ ছাড়া তাঁর মালিকানায় ৫৬টি গাড়ি আছে।

দিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ—তিনি ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন। অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সাত হাজার একর জমি কিনেছেন। বেআইনিভাবে রাবারবাগান দখল করেছেন। তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে অনুসন্ধানে নামে দুদক। দিল্লুর রহমান লিখিত জবাবে দুদককে বলেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য।

দুদকের উপপরিচালক (মিডিয়া) আরিফ সাদেক প্রথম আলোকে বলেন, হাইকোর্টে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে আদালতের কাছে আরও তিন মাস সময় চাওয়া হয়েছে।

দুদকের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন এ বিষয়ে অনুসন্ধান করেছেন। অনুসন্ধানের আলোকে আদালতে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেওয়া হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে। সে জন্যই আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে দুদক বলেছে, দেশের ৩১ জেলায় মোট ৫৫ দশমিক ১৪ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, ১২টি লিজ মামলার মাধ্যমে মুহাম্মদিয়া জামিয়া শরিফ মাদ্রাসার নামে লামা উপজেলায় ৩০ হাজার শতক বা ৩০০ একর জমি (রাবারবাগান) লিজ দেওয়া হয়েছে। বাগানগুলো ৭৫ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকায় দরবার শরিফ ইজারা নিয়েছে।

সরকারি নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে কক্সবাজার, কুমিল্লা, কুড়িগ্রাম, গাইবান্ধা, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, নীলফামারী, নেত্রকোনা, নরসিংদী, পাবনা, পঞ্চগড়, পিরোজপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, ভোলা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও খাগড়াছড়ির বিভিন্ন মৌজায় রাজারবাগ দরবার শরিফের জমির ৯০টি দানপত্র দলিল পেয়েছে দুদক।

মুসলমানদের করোনা হয় না: এমন ফতোয়া দেন রাজারবাগের পীর

দুদকের প্রতিবেদনে বলা হয়, দানের এ জমির পরিমাণ ৩৫ দশমিক ৭৫ বিঘা। এর বাইরে দরবার শরিফের নামে কেনা জমির পরিমাণ ১৯ দশমিক ৩৯ বিঘা।

৫৫ দশমিক ১৪ বিঘা জমির মধ্যে বিভিন্ন জেলা-উপজেলায় ১৩ দশমিক ৩২ বিঘা জমির ওপর ৪০টি মসজিদ ও মাদ্রাসা ধর্মীয় কাজে নিয়োজিত আছে বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরে দিল্লুর রহমান যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, সে হিসাবে তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৯ লাখ ৭২ হাজার ১১৯ টাকা। এর মধ্যে জেড আর এস্টেটের (প্রা.লি) ৫৪টি শেয়ারের মূল্য ৩৮ লাখ ৫০ হাজার টাকা। অলংকারের মূল্য ৮ লাখ ৬ হাজার ১১৯ টাকা। আসবাবপত্রের মূল্য ৮৪ হাজার টাকা। বৈদ্যুতিক সামগ্রীর মূল্য ৮২ হাজার টাকা। হাতে নগদ অর্থ রয়েছে দেড় লাখ টাকা।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ৫ নম্বর আউটার সার্কুলার রোডে দিল্লুর রহমানদের জমির পরিমাণ দুই বিঘার ওপর। কাগজপত্রে এ জমির মালিক দিল্লুর রহমানের ভাই হাফিজুর রহমান। ১৯৯১ সালে তাঁরা জেড আর এস্টেট প্রাইভেট লিমিটেড গঠন করেন। জমিটি লিমিটেড কোম্পানির হিসেবে দেখানো হয়। এ কোম্পানিতে দিল্লুর রহমানের শেয়ার আছে। জমির ওপর তিনটি ভবন আছে।

আয়কর বিভাগে গত বছরের ৩০ জুন রাজারবাগ দরবার শরিফের দাখিল করা অডিট রিপোর্ট অনুযায়ী, দরবার শরিফের ৫৬টি অতি পুরোনো মডেলের পিকআপ ভ্যান বা কাভার্ড ভ্যান রয়েছে। এর দাম দেখানো হয়েছে ২৫ লাখ ৬৪ হাজার ৭১৩ টাকা।

এর বাইরে রাজারবাগ দরবার শরিফের অধীন মুহাম্মদিয়া জামিয়া শরিফ মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। সেখানে শিশুশ্রেণি থেকে কামেল শ্রেণি পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা আছে। সারা দেশেই এ মাদ্রাসার কিছু কাজ চলমান।

রাজারবাগ দরবার শরিফ থেকে ‘আল বাইয়্যেনাত’ নামে একটি মাসিক ও ‘আল ইহসান’ নামের একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। রাজারবাগ দরবার শরিফের মুহাম্মদিয়া গবেষণাকেন্দ্র, ক্যানটিন, মুদিখানা, আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল ও সুন্নতি জামে মসজিদ আছে।

সূত্র: প্রথম আলো।
তারিখ: মার্চ ২৫, ২০২২

রেটিং করুনঃ ,

Comments are closed

,

নভেম্বর ১৮, ২০২৪,সোমবার

বিভাগসমূহ

Featured Posts

বিভাগ সমুহ