দেখার যে সুখ তুমি বুঝালে
কয়েকদিন পরে দেখায়
কত অযুত বছর যেন কাটিয়েছি ঘোর তমসায়।
কোথায় থাকো তুমি কোন ভুবনে!
হারিয়ে যাও মাঝে মাঝে কোন অরণ্য বনে!
শিশু যেমন মাকে খুঁজে, আমার তেমন করে
মধ্য দুপুরে, আঁধার রাতে শিউলি ফোঁটা ভোরে।
একটু দেখায় কোথা থেকে সব
আনন্দ ধারা রাজ উৎসব
মনে লাগালো দোলা
সুখের দুয়ার খোলা
কোথা থেকে শীতল ধারা এসে!
হৃদয় জুড়ালো অবশেষে।
চোখের আড়াল হলে কেন যে ঘোর আঁধার নামে !
নিশ্বাস-প্রশ্বাস কেন বার বার থামে!
রহস্য লাগে বেশ-
মেলে না কোন কূল কিনারা, প্রান্ত, সীমানা, শেষ।
কি ছিল চাওয়া যা হারাতে হয় !
এইটুকু জানি অন্তর জানে অন্তরের পরিচয়।।
তারিখঃ অক্টোবর ১৯, ২০১৮ ( শ )
রেটিং করুনঃ ,