কেবলি প্রাণের দানটুকু যত সৌন্দর্যময়
রেখেছি সঞ্চিত করে, অনন্তঃ সময় ধরে,
তোমাকে দিব বলে নিঃস্বার্থ করেছি সব
হৃদয়ে জেগেছে আজ নতুন এক উৎসব।
কতকালে পূর্ণ হবে আমার সব দান
সঞ্চিত যা, কেবলি প্রাণের মধ্যে প্রফুল্লতায় প্রমান।
মেলেনি কোন ভুলে অন্য কোন পাত্র
যেখানে করে যেতে পারি দান বিন্দু মাত্র।
কেবলি তোমার একক অধিকারে-
হৃদয় প্রান্তরে ছুটে চলেছো বারেবারে।
নাই বিরাম, নাই শ্রান্তি, আমারও ছুটে চলা
যা বলতে চেয়েছি তা আজও হয় নি বলা।
থেকে গেল সব বাকি, রহস্যময় যত ঋণ
কিছু শান্তির আশায় কাটে আলোকিত দিন।।
তারিখঃ এপ্রিল ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,