ধীরে ধীরে মনে সঞ্চিত হয়েছে অনেক জ্ঞান ভান্ডার
তোমার সৌন্দর্যে আছে হৃদয় কাটার তীক্ষ্ম সুক্ষ্য ধার
তাই আমি দিতে জানি তোমার একটি চুলের সর্বচ্চো মূল্য মান
যেখানে পরিমাপক শূণ্য, নাই তুলনা, মাথা নত করে সন্মান।
আকুল হয়েছি অধিক বার কেন এতো সৌন্দর্য করে ভর
মোহিত হই সাথে বিশ্ময়, শিহরণে হৃদয় কাঁপে থরথর
এলোমেলো কখনও পরিপাটি বুননে চুল যেন আষাঢ়ের কালো আকাশ
মনে জাগায় দোলা, হৃদয় দুয়ার খোলা, আসে ধেয়ে ভালোবাসার প্রকাশ।
জগৎকে বড় মূল্যহীন মনে হয়, তোমাকে রইলো জানার বাকি
তীব্র আকর্ষণে মনে জাগে অবিরাম বাসনা আসলে নারী তুমি কি !
তারিখ: জুলাই ০৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,