দুঃখ কষ্ট পেলে কি হয় বলো!
সময়, দিন তো আর থেমে নেই
বাসা বাঁধুক মনে দুঃখ বাড়ি
হোক নিত্য দিনের সাথি, অরণ্যে যেমন বৃক্ষ সারি সারি!
সেখানেই তো বসবাস।
কি হয় ফেলে দীর্ঘশ্বাস!
কষ্ট, দুঃখ যদি দল বল বেঁধে আসে
স্থায়ি পড়শির মত !
পাহাড়ে ঝর্ণার অশ্রু ঝরা যত।
তাতে তো বরং দীর্ঘশ্বাস বড় হয়
জীবনে নামে ক্ষয়।
হাহাকারের আকার আরও বড় হয় !
একটু দেখতে চাওয়া, দেখতে না পাওয়!
হাহাকার বুঁকে নিয়ে আমার চলে যাওয়া।
একটু সঙ্গ, শরীরের ঘ্রাণ
একটু দেখা, চোখে চোখ রাখা
ক্ষাণিক ক্ষণ
হাসি রাশি কথোপকথন!
কিছুটা যা পেয়েছি,
কিছুটা যা চেয়েছি
তাতে দিন চলে যায়,
দুঃখ বাড়ি, কষ্ট বাড়ি সাথে থেকে থেকে যায়-
পাওয়াটা ছিল শান্ত দীঘির একটুখানি জল
না পাওয়াটা; সমুদ্রে অথৈ জলের দুঃখের কলকল।
যা অবিরাম, দুঃখ বেদনার ঢেউ
যে শব্দ শুনে নি আগে আর কেউ।।
তারিখঃ অক্টোবর ১৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,