কতদিন যে তোমাকে নিয়ে লিখি না
কোন অভিযোগে ! কোন কি অভিমানে!
মান অভিমান, চাওয়া পাওয়ার হিসাব যে
তোমার সাথে মানায় না।
কোন বহু কালের কোন এক ভালো লাগা ক্ষণ থেকে
চির ভালো লাগার যে জন্ম আর
আজ পর্যন্ত সর্বচ্চো যে শীর্ষ স্থানের তুমি।
সে তো কখনো লেখা থামাতে পারে না।
যতদিন আমি এই পৃথিবীর ‘পরে তোমাকে নিয়ে
খানিক কাল না লিখলেও
আমি জানি তোমাকে নিয়ে লিখে যাচ্ছি অবিরাম
শান্ত দীঘির ঢৈউ এ, ঝর্ণার ধারার স্রোতে
উদার আকাশে চিলের ডানায়।
দুরন্ত বালিকার নরম পায়ের পদ চিহ্নে।
শিশুর খিল-খিল হাসিতে
আছড়ে পড়া সমুদ্রের ঢৈউ এ
গ্রষ্মে বট বৃক্ষের ছায়ায়
শীতের ঘাস মাঠে
শ্রাবণের বৃষ্টি ধারায়, লিখে যাচ্ছি অবিরত আমি।।
তোমাকে নিয়ে যে কেবলি লেখার কথা
সেই আমি লিখে যাচ্ছি ক্রমাগত
ঢৈউ খেলানো তোমার অরণ্য চুলে
তোমার কপালের ছোট্ট টিপের চারপাশে
লিপষ্টিকে মোড়ানো তোমার ঠোঁটে
শুভ্র দাঁতে, স্বর্ণ বর্ণ নরম হাতে
মুখের আলোক সজ্জায়, নক্সায় আঁকা ভ্রুতে।
মুক্তা ছড়ানো হাসি রাশিতে।
কালো চোখে, চোখের পলকে।
প্রতি শব্দে প্রতি লাইনের লেখায়
লিখে যাচ্ছি আমি তোমাকে
চিরদিনের যে লেখা তুমি।।
তারিখঃ জানুয়ারী ১৩, ২০২০ (শ)
রেটিং করুনঃ ,