হৃদয় গেঁথে যায়, তোমার হৃদয় পাড়ায়
শুধু দৃষ্টি কাড়ায় তোমার প্রতিক্ষায়।
কত যে অধীর যে ভাষা নদীর,
শুধু জানে পাহাড় সমুদ্র আর নদীর তীর।
তেমনই করে যদি তুমি হও আমার মনের নদী,
অপ্রকাশিত বাসনা পূর্ণ করে যাই এ জীবন অবধি।
যে যাদু কাঠিতে অন্তর দাহ নিভে যায়, পরিপূর্ণ বাসানায়,
সেই কাঠিতে রেখো পূর্ণতায়, রেখো তোমার হৃদয় ছোঁয়ায়।
তারিখঃ নভেম্বর ০৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,