হৃদয় আকাশে একটি শূণ্যতা গড়ে
ঘূর্ণি তান্ডব কেন গড়েছ আকাংখা বেশে
জাগাও কেন বাসনা, দাহ!
বৃষ্টিবিহিন সারা বছরের দিন
অন্তরে করে ধারণ
আজানা পাওয়ার দূরন্ত সাহসে
হঠাৎ জেগেছে মনে
নিঃস্ব হয়েছি বহু প্রতিক্ষা পানে
নিঃস্বতার ভারে
ভিক্ষুক বেশে আজ!
অযথাই ক্লান্তি, শ্রান্তি সাথে নানান ভ্রান্তির
ফাঁদে পড়ে।
চোখের আড়ালে
অকাতরে জমা হয় পানি শ্রাবণের ধারায়
সবই কি এ চোখের কারণ !
যে চোখে দেখা
এক দিন, দশ দিন -ধীরে ধীরে বহু দিন
চোখে নানান রঙের বাসনা মাখা !
আসলই তো তুমি-
বৃষ্টিবিহিন খর তাপের ছোবল থেকে
শান্তি ধারার শ্রাবণ দিন হতে পারো খুব সহজে,
তোমার নদীতে তোমার ইচ্ছা নৌকার বৈঠা বাইলে।
শক্তিমান তুমি, প্রেমময়ি তুমি, সৌন্দর্যের দেবী রূপ
তোমার হৃদয় উদার করো সেখানেই থেকে যাব নীরবে নিঃশ্চুপ।
তারিখঃ নভেম্বর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,