কি কথা মনে রেখে বেড়াও ঘুরে !
কোন ভাবনার সাথে বেড়াও উড়ে!
সে কথা কি কাউকে যায় বলা
কখনও কি জাগে মনে ব্যকুলতা !
দিন শেষে আলো চলে যায় আসে ঘনো আঁধার
হৃদে জমা কথা কবলি গড়ায় কষ্টের পাহাড়।
কষ্ট ধারণে কি বা লাভ তাতে বরং বাড়ে
শুনিবার থাকে একজন যে আসে অধিকারে।
দাও তাকে কষ্টের ভাগ যদি তার শুনিবার থাকে অধিকার
হৃদের কথা নিজের নয় – মনে যে আলোকিত শুধুই তার।
তারিখঃ সেপ্টম্বর ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,