যে ছবি এঁকে গেছো তোমার নিজ তুলিতে
তোমার ভাবনার মত তোমার দিনগুলিতে
তাই তো আজ সত্য হয়ে সারা ক্ষণ কেবলি ভাসে
নিজ খেয়ালে আপন দোলায় ভাবনার অন্তর আকাশে।
যতবার আড়ালে যেতে চেয়েছি যতবার ভুলিতে –
হয় না ভুলে যাওয়া সকল যাতনা দু:খ ক্ষয়ে-
কিবা আছে অবশেষে কিবা আছে শেষ পরিচয়ে !
অন্তরে সকল সঞ্চয়ে যে পরিচয় একাবার রচিত হয়
পড়ে না ধূলি, হয় না ধুসর থাকে না বিনাশ ক্ষয়।
বড় স্বচ্ছ, আলোকিত, পড়েছে কি ঢাকা কোন ধূলিতে-
তেমনই করে সেদিন তুমি এঁকেছিলে তোমার ছবি
তাই লিখায়েছো অবিরত আমায় যেমন লিখেন কবি।।
তারিখঃ মে ২৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,