মেঘ যেমন জানে নাই,
কোথায় পড়ে তাঁর ছায়া,
কোথায় যায় বারিধারা।
সুখ যেমন জানে নাই
কেমন দুঃখের জমাট কণা।
চৈত্রের দুপুর যেমন দেখে নাই শিশির কণা-
তেমন করে তুমি জান নাই,
কেন এসে জানালায় দাঁড়াও –
ক্ষণিক সময় দুর আকাশে হারাও।
ব্ড় জোড় ভাবা যায় মহা-সাগরে
এক খানি তরী ভাসিয়ে চলেছ একা।
আমিও তেমন কিছু জানি নাই,
তেমন কিছু আর ভাবি নাই.
যেমন করে জানি নাই –
বিষের কোন স্বাদ আছে কিম্বা নাই !!
তারিখ: ফেব্রুয়ারী ১৬, ২০১৩
রেটিং করুনঃ ,