আর বেদনা বিধুর চাই না, প্র্রফুল্লতা যে চাই
তাই, তোমার হৃদয়ে চেয়েছিলাম একটুখানি ঠাঁই
তবে নিজেই ফিরেছি যদি খানিক সুখ মেলে
সুখেরা যদি আসে প্রশান্ত ডানা মেলে।
এ জগতে সুখ আসে খানিক থেকে দ্রুত চলে যায়
বাতাসে গড়া ফুরাবার যে সুখ! কে বা তা ধরিতে পায় !!
অন্তরের আলো তুমি, পথের শক্তি, আমার আঁধার কালের আলোক শিখা
কেন বা তোমাকে ভ্রান্ত জানি ! কেন বা জানিব তুমি মরিচিকা !
আমি তাই দুখেরে চাই, চির সাথী হয়ে থাক
সুখের আশায় যখন, সামনে ফাঁদ পাতা দুখের বহু বাঁক
কোন না কোন বাঁক বহুদিনের অপরিচিত
মনে জাগে অচেনা ভয়, ভয়ে মহা শঙ্কিত
দুখের আশায় তাই তোমার থেকে যেতে চাই দূরে
কাছে বরং দহন দংশিবে, জ্বালা দিবে হানা বড় নিষ্ঠুরে।।
বেদনা বিধুর আসে, আসে না প্রফুল্লতা সকল জীবনে
তুমি সুখে থাকো, তবুও আমার হৃদে থাকো চির ক্ষণে।।
তারিখঃ জুলাই ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,