চলার পথে পথে নানান কথা – ১০
চলার পথে ব্লগের একজন লেখক হয়ে যদি কোথাও লিখি বা বলি ” যিনি প্রতিষ্ঠিত হন, যিনি আলোকিত হন, তিনি নিজের প্রচেষ্টায়, নিজের স্বার্থে প্রতিষ্ঠিত বা আলোকিত হন। ” তখন উদ্ধৃত বাক্যটির কোন বিশেষ অর্থ প্রকাশ নাও করতে পারে।
অন্যদিকে বিখ্যাত একজন লেখক যদি কোথায় লিখেন বা বলেন যে ” যিনি প্রতিষ্ঠিত হন, যিনি আলোকিত হন, তিনি নিজের প্রচেষ্টায়, নিজের স্বার্থে প্রতিষ্ঠিত বা আলোকিত হন। ” তখন এ কথাটি একটি বিখ্যাত লেখা হয়ে যায়।
যিনি প্রতিষ্ঠিত হন, যিনি আলোকিত হন, তিনি নিজের প্রচেষ্টায়, নিজের স্বার্থে প্রতিষ্ঠিত বা আলোকিত হন। আপনা-আপনি বা নিজে থেকে অথবা কোন ভাগ্যের কারণে সাধারণ মানুষ প্রতিষ্ঠিত বা আলোকিত হয় না। প্ররিশ্রম, স্থির লক্ষ্য ও নিজ স্বার্থ প্রধানতঃ এ সব কারণেই মানুষ প্রতিষ্ঠিত বা আলোকিত হন।
আমরা অনেকেই বলি যারা আলোকিত তারা নিজ স্বার্থের কারণে কিছুই করে না- কথাটি সত্য তার কোন চাওয়া বা প্রাপ্তির কারণে আলোকিত মানুষ হন না, কিন্তু নিজে প্রতিষ্ঠিত না হলে আলোকিত মানুষ হওয়া যায় না আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন স্থির লক্ষ্য, প্ররিশ্রম আর পরিশ্রের বিপরীতে প্রয়োজন স্বার্থ।
অনুকূল ও প্রতিকূল এই দুই পথে ভাগ্য কিছুটা কাজ করে বটে, তবে যিনি আলোর পথে হেঁটে আলোকিত হতে চান বরং তার পথটাই প্রতিকূলতার পথ। তিনি পথ চলতে স্বার্থ দেখেন না তবে স্বার্থ তাকে আলোকিত পথ দেখায়, সে পথে চলে তিনি আলোকিত মানুষ হন শুধু মাত্র দুই একটি ব্যতিক্রম ছাড়া।
রেটিং করুনঃ ,