তোমার হৃদয় তীরটি থেকে আর পারব কি যেতে ফিরে
হৃদয়ে বাঁধনে যে নীড়ে আছে এখনও শত শত বাসনা ঘিরে
যে ফুল ফোটালে, সু-গন্ধী ছড়ালে সৌন্দর্য বিলালে সবে কি তবে মিছে
কেন ফিরাতে চাও কেন ফিরে দাড়াও কোন অতীথি আছে পিছে –
কারে মন বিকাও, ছলনা শিখাও! আমিও কি তবে ভ্রান্ত জালে
যে নয়নের দেখা হৃদয়ের দেখা সবেই কি ভুল বাসনারঅন্তরালে।
আমি অবিচল যে নয়নের দেখা হৃদয়ের দেখা সবি সত্য অবিকল
বাসনার রানী, নাই বা হলে তবুও গড়েছিলে হৃদয়ে বাসনা মহল।
তাই কখনও হবে না ফিরা যে হৃদয় তীরটিতে পেয়েছি ঠাঁই যত রত্ন হীরা
আছো তুমি, থেকে যাবে জন্মান্তরে আসুক যত দহন জ্বালা যাতনা পীড়া।।
যে হৃদয়ে বাসনার তীর একবার হয় বিদ্ধ তার কোথাও আর হয় না যাওয়া!
দুঃখ যাতনা, আনন্দ সুখ সেই তীর বিদ্ধ হৃদয়ে সকল বাসনা হয় পাওয়া।
নব যত অতীথি তোমাকে রেখেছে ঘিরে তোমার মধুমাখা নীড়ে
থাক ওরা, তোমার মধুমাখা নীড়ে তবুও আমি যাব না কোথাও ফিরে।।
তারিখঃ সেপ্টম্বর ০৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,