খেয়া ঘাটের নৌকার মত তোমার ঠোঁট জোড়ায়
কেটে দিবো নিশ্চিতে যেমন চলেছি সময়ের ঘোড়ায়।
তুমি পাখি হইও না যদি বেড়াতে হয় আকাশে আকাশে উড়ে-
তুমি নদী হয়ো না যদি সাঁতার কেটে যেতে হয় খানিক দূরে,
তুমি ঝর্ণা হইও না যদি স্রোত হয়ে নদীতে যেতে হয় মিশে-
তুমি ফুল হইও না যদি সৌন্দর্য বিলিয়ে হারিয়ে যেতে হয় নিমিষে,
তুমি খেয়া ঘাটের নৌকার মত তোমার ঠোঁটটি হয়ে থেকো
রঙ তুলিতে এক হয়ে চিত্র পটে আমাদের পরিচয় বেঁধে রেখো।।
নিবীড় শান্তি, আসে ঢেউ হয়ে তোমার ঠোঁট জোড়ায়
থেকে যাব সেথায় অনন্তঃকাল, কেউ যদি হৃদয়ও পোড়ায়।।
তারিখঃ আগষ্ট ০১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,