তুমি যদি স্বপ্ন হতে
তবে প্রতি রাতে
গভীরর ঘুমের মাঝে
কখনও রাজ কণ্যা সাজে
ছোট্ট বেলার পুতুল টুলটুল
কখনও জবা গোলাপ কখনও বকুল।
কখনও লাল টুক টুক শাড়িতে
বউ সেজে আমার বাড়িতে।
কাঁচা হলুদ রঙের হাতের পাকা রাঁধুনী
ফোঁটা ফোঁটা ঘামে যেন হীরে পান্না চুনি।
ক্লান্ত হয়ে যখন অবসরে
বেড়িয়েছি ছুটে তালা দিয়ে ঘরে
দৌড় ছুট ছুট সমুদ্র পাড়ে
গর্জন ক্ষণে জড়িয়ে একাকারে।
দেখিবার থাকিবে না কেউ
সমুদ্রে শুধু ঢেউ এর পরে ঢেউ।।
কত রূপ ধরে
আমার রাজ্য পরে
হতো তোমার বিচরণ ভূমি
যে ভুবনে শুধু আমি আর তুমি।
কেহ নাই শুধু তুমি আমি একা
রয়ে যেতাম চোখে চোখে দেখা।
বাঁধা বন্ধন হীন
মিলন উৎসবের দিন।
তুমি আসিও স্বপ্ন হয়ে প্রতি রাতে,
স্বপ্ন হয়ে থাকিও স্বপ্ন না ভাঙ্গাতে।।
তারিখঃ মে ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,