কত লক্ষ্য শত কঠিন সাধনায়
নিজেকে গড়া কত বাসনায়
ফুটেছো ফুল হয়ে পরিপূর্ণ শিউলি
খুব প্রভাতে আলো যখন প্রথম উঠে দুলি।
শুভ সূচনায়, শুভ মঙ্গল আগমনে
তখন জাগায় শিহরণ কেবলি অন্তর মনে।
হাসির আড়ালে যে বেদনা কাব্য রচনা
স্নিগ্ধতা, শুদ্ধতায় যে বিন্দু বিন্দু কণা,
এ সকলি তোমার বিকশিত শিউলিতে
শুধু পারি সঞ্চিত সঞ্চয়টুকু বিলিয়ে দিতে।
সাথে ক্ষুদ্র একটুকু দান যদি করে যেতে পারি
নিঃশেষ হয়ে যদি যাই সকল মায়া ছাড়ি।
অসীম শান্তি তবে অমৃত্যের বদলে যদি মিলে বিষে।
এই আশায় যদি শিউলি মহা প্রাণে অনন্তে যাই মিশে।।
তারিখঃ মার্চ ২৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,