সব হিসাব একেবারে যাবে মুছে কি !
কিছুই কি আর থাকবে না বাকি !
চকিত কোন ক্ষণে রচেছিল যা –
আঁখিতে আঁখিতে যে বিশ্বাস পাতা।
আঁখির কোণে করুণ রচিত যে ভাষা
ভূবনের পরে দিয়েছে চলার যে আশা।
থেকে যাবে চির অম্লান
হৃদয়ে বাঁধানে যে গান,
সেই গানের সুরে সুরে
সন্ধ্যা রাত সকাল দুপুরে
কেবলি খেলা, হৃদয় দুলানো
থাকি সেই খানে জগৎ ভুলানো।
জগতের যত সুখ ছন্দ ধারা
পেয়ে সব ধন্য আনন্দ হারা।
অবশেষে বুঝি সবে তাই
আর ফুরাবার কিছু নাই।
যাবে না কিছু মুছে যত নেওয়া প্রেমময় ঋণ
সব হিসাব যাবে মুছে হয়তো – যদি তুমিহীন।।
তারিখঃ জুন ০৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,