রুক্ষময়ি, শুষ্কতার প্রতীক বেশে
সব সজীবতা চুষে নিয়ে অবশেষে,
অন্তরে জমানো যত রুক্ষতার কণা
দহন যাতনার রক্ষিত যত আবর্জনা-
সব থাক; অন্তরে জমানো সব থাক
অসহায় চোখে থাকি সব কাল নির্বাক।
চিরকাল, অনন্ত কাল ধরে
যে ভাবে সময় শতাব্দী গড়ে!
তোমার রুক্ষতার কণায়
হৃদয়ে আমার শান্তি জমায়
তার স্পন্দন শুধু আমি কেবলি শুনি
অপেক্ষার প্রহরে কেবলি সময় গুনি।
তোমার দানে যত রুক্ষতা, যত দাহ শুষ্কতা
মিলায়েছে জীবনে আমার যত শান্তি যত নীরবতা।
যত যাতনা আসে আজও তোমার রুক্ষতায়
সবই শান্তি -তোমার অনুভবে, তোমার কৃপায়।।
তারিখঃ সেপ্টম্বর ২৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,