দূরে দূরে তোমার দেখা পাই, রাতের তারার মত
চেয়ে থাকো টলটল চোখে কেবলি অবিরত।
চাই নি এমন, চেয়েছি খুব নিবিড় নিভৃত নয়নে
একাকার হয়ে খুব কাছাকাছি উচ্ছ্বাস সময়ের বন্ধনে।
দূর- বহু দূর- সে যে কেবলি বাড়ায় যাতনা
কাছাকাছি থাকার সকল যত বাসনা কণা,
হৃদয়ে হানে চিত্তে হানে তীব্র তীরের বেগে –
কাছাকাছি থাকার বাসনায় কেবলি থাকি জেগে।
বহু কিছু আসে এই সুখময় জীবনে; যা শুধুই মিছে
জানি নাই জীবনের সুখ আনন্দ পূর্ণতা থাকে কিসে!
তুমি কি কেবলি তাই জীবন পূর্ণতার প্রতীমা রূপ!
দূরেই থেকে তুমি তবে, হৃদয় নিভৃতে থাকো নিঃচুপ।
এইখানে এইভাবে হৃদয় নিভৃতে থাকো চিরদিন
মুছে যাবে কাছাকাছি না পাওয়ার যত যাতনা ঋণ।।
তারিখঃ অক্টোবর ০৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,