কি যেন, কোন খানে বাকি থেকে যায়!
আড়লের বহু আড়ালে, গড়ে দূর-দুরান্ত-
বুঝতে পারি বেশ, তবুও বুঝা হয় না
কোথায় ছিল উৎস আর কবে থেকে
তার জন্ম, অনুভূতিতে কড়া নাড়া।
সকল কিছুর বিনিময়ে যা চাওয়া
হৃদয়ের সকল অনুভূতি জড় করে একান্তে
যে বাসনার ভান্ডার কি অধিক মূল্য তার
বুঝেছি প্রতি ক্ষণে বুঝেছি বারবার।
তারপরও বাড়ায় ধাঁধা, প্রশ্ন সে তো কোটি কোটি
আচড়ে পড়ে হৃদে, মনে মননে
খুব চেনা খুব নিকটজন হয়েও কি তার কারণ
অচেনা হয়ে যাওয়ার !
একজন আগন্তক !
এ যেন প্রতি ক্ষণের আগন্তক বেশে
অতি নিকট জন, সবচেয়ে।
হৃদয় প্রান্তরে বেড়ায় দাপিয়ে আপন খেয়ালে
কখনও অনল ছড়ানো অস্ত্রে, তীব্র দাহনে
তবুও হৃদয়ে গেঁথে থেকে যায় খুব কোমলতায়
খুব আপন হয়ে একজন ।
আপনজন বুুঝি এমনই হয়!
একজন আগন্তক কখনও সে প্রিয় খুব একজন।
এই বৃত্তে বাঁধা পড়ে আগন্তক যাকে জেনেছি-
তাকে খুব থেকে অতি প্রিয় একজন জেনেছি,
আর জেনেছি সেই প্রিয় জন “তুমি” যতই আগন্তক হও না কেন !
সেই একজন প্রিয়জন তুমি একান্তে নিভৃতে চিরদিনের।।
তারিখঃ এপ্রিল ২৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,