আবার এসেছে ফিরে আলোকিত সেই ক্ষণ
হঠাৎ দেখি যখন সমুখে দাঁড়িয়ে প্রিয় সেইজন।
ক’দিনের না দেখায় জগতে নেমেছিল আঁধার সাঁঝ
আলোকিত ঝলমল আজ চারিদিকে আলোর বর্ণিল সাজ।
মুঘোলদের বাগিচা, পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা
আকাশে উড়ে চলা চিল, কালো মেঘের ফাঁকে আলোক বর্ণা,
ছোট্ট নদীর কলকল তান, সারি সারি বৃক্ষের কোমল ছায়া
দিঘির শান্ত ঢেউ, ফুল ফুটে বিলায় যে সৌন্দর্য মায়া।
সবই তখন ম্লান হয় যখন তুমি থাকো সমুখে দাঁড়িয়ে-
পূর্ণিমার আলোতে পূর্ণ চাঁদ হয়ে তুমি আছো হাত বাড়িয়ে।
তখন কিছু আর নাই চাওয়ার নিবিড় শান্তিময় চারিধার
শুধু বিশ্ময় কিসে তুমি গড়া এতো কেন তোমার সৌন্দর্য সম্ভার !।
তারিখ: আগষ্ট ০৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,