নিবিড় শান্তি; শীতল পরশ তপ্ত দাহের পরে
আমার দেহে তা বুলিয়ে গেল শিশু আদরে।
নাই চাওয়া, নাই বাসনা, দৃষ্টি শুধু স্থির
জগতের সকল সুখ দেহ মনে করেছে ভীড়।।
সব ফুরায়ে যাবে, সখি কথা ফুরাবে না আর
যেন বহু দিন পর এসেছো কৃষ্ণতলায় আবার
দুই মনে কথা জমে আছে আকাশ সাগর সমান
কে বুঝিবে এর মূল্য ! কে জানিবে এর পরিমাণ!
হৃদয়ে হৃদয়ে যে কবিতার লাইন বুনন শুধু হয়
নেশা কেটে যাবে তবু থেকে যাবে শেষ পরিচয়।
খাদ্য বিলাস ঘর আশাটুকু সব করে দিয়ে শূণ্য
দেখাটুকু দিয়ে সবই করে দিয়েছ আজ পূর্ণ।
যদি দেখা না দিতে সকল বাসনা যেত পুড়ে
যাতনা জ্বালা দখল নিত সারা অন্তর মন জুড়ে
হাহাকার অশান্তির যত কলরব যুদ্ধের লীলা
দেখাটুকু দিয়েছে মনে শান্তির শীতল শীলা।
দেবী বলি, ধ্যান বলি, প্রার্থনা যা কিছুই বলি
দেখাটুকু বর্তমানের ষ্পষ্ট রূপ, তা তুমি কেবলি।
যত জ্ঞান, যত ধ্যান, যত অন্তর কণিকা
চির জাগ্রত, অন্তরে আমার সত্য আলোক শিখা।।
তারিখঃ জুন ২৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,