টানা চার দিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন উত্তরের জনপদের মানুষ। তবে আজ সোমবার সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মেলায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে। তবে চলতি শীত মৌসুমে আজকের আগে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ আর ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
চলতি মাসের গোড়ার দিক থেকে উত্তরের জেলাগুলোতে একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ হলেও শুক্রবার থেকে প্রথমবারের মতো এই এলাকায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে উত্তরের হিমশীতল বাতাস। রাতভর ঝিরঝিরে হিমেল বাতাসে কাবু হয়ে পড়ে এই জনপদের মানুষ।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ৩১, ২০২২
রেটিং করুনঃ ,