মৈত্রেয়ী দেবী (১লা সেপ্টেম্বর,১৯১৪ – ৪ঠা ফেব্রুয়ারী,১৯৯০) ছিলেন একজন বাঙালী কবি, লেখক ও ঔপন্যাসিক। তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ন হন্যতে তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। এই উপন্যাসের জন্য তিনি ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। সাহিত্য ছাড়াও সমাজসেবায় অনন্য অবদান রেখেছেন। ১৯৭৭ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
মৈত্রেয়ী ১৯১৪ সালের ১লা সেপ্টেম্বর তার বাবার কর্মস্থল তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মায়ের নাম হিমানী মাধুরী রায়। তাঁর বাবা ছিলেন একজন দার্শনিক ও প্রাবন্ধিক। তাঁর শৈশব কাটে বাবার বাড়ি বরিশাল জেলার আগৈলঝারার গৈলা গ্রামে। ১৯৩৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগমায়া দেবী কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রী লাভ করেন।
১৯৩৪ সালে তিনি ড. মনোমোহন সেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনোমোহন সেন ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি মংপুতে সিনকোনা ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন ও ম্যালেরিয়া প্রতিরোধী ভেষজ সিনকোনা চাষ নিয়ে গবেষণা করেন। মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহভাজন হওয়ায় তাঁরা মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ মৈত্রেয়ীর আমন্ত্রণে ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে চারবার সেখানে উপস্থিত হয়েছিলেন।
তাঁর সাহিত্যজীবন শুরু ষোলো বছর বয়সে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ উদিত ১৯৩০ সালে প্রকাশিত হয়। এই বইয়ের ভূমিকা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ চিত্তছায়া। ১৯৪২ সালে রবীন্দ্রনাথের মংপুতে কাটানো দিনগুলোর স্মৃতি ও তাঁর সাথে আলাপচারিতা নিয়ে লিখেন স্মৃতিকথা মংপুতে রবীন্দ্রনাথ। বইটি টেগোর বাই ফায়ারসাইড নামে ইংরেজিতে অনূদিত হয়। রবীন্দ্র বিষয়ক তাঁর অন্যান্য বইগুলো হল স্বর্গের কাছাকাছি, কবি সার্বভৌম, রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে, রবীন্দ্রনাথ : দি ম্যান বিহাইন্ড হিজ পোয়েট্রি। তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস ন হন্যতে পাঠক মহলে তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে আসে।১৯৭৫ সালে ভারতীয় লেখিকা সংঘ “ন হন্যতে” ( ইংরেজি, It Does Not Die: A Romance) উপন্যাসের জন্য তাঁকে সম্মানসূচক পদক দেয়। ‘ন হন্যতে’ মানে ‘যাকে বিনাশ করা যায় না’। এই বইতে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি, জীবনবোধ, ইংরেজ শাসনামলে ভারতের সমাজ ব্যবস্থা এবং জীবনযাপনের চিত্র তুলে ধরেন। এই বইটির জন্য তিনি ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। বইটি ইংরেজি ভাষায় ইট ডাজ নট ডাই নামে অনূদিত ও প্রকাশিত হয়।
১৯৬১ সালে রবীন্দ্র শতবার্ষিকীতে আমন্ত্রিত হয়ে তিনি বুলগেরিয়া, হাংগেরী ও সোভিয়েত ইউনিয়ন যান৷ সোভিয়েত ইউনিয়ন তাঁকে রবীন্দ্র শতবার্ষিকী পদকে ভূষিত করে। মৈত্রেয়ী দেবী সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ ও আমেরিকাতে রবীন্দ্রনাথের ওপরে ও শান্তির সমস্যা বিষয়ক বহু ভাষণ দেন। তিনি ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালীন ‘কাউন্সিল ফর প্রমোশন অব কমিউনাল হারমনি’ সংস্থা স্থাপন করেন। তিনি ১৯৭১ সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়েছিলেন। এছাড়া এই সময়ে তিনি কলকাতা থেকে ২৪ মাইল দূরে বাদু নামক গ্রামে একটি ৯ বিঘা জমি জুড়ে কৃষি, মীন পালন, মৌ পালন, গো পালন, হাঁস কুকুর পালনের সাথে শরনার্থী শিবিরের অনাথ শিশুদের জন্য ‘খেলাঘর’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই সংস্থার দেখাশোনা করেন।
তিনি ১৯৯০ সালের ৪ঠা ফেব্রুয়ারী কলকাতায় মৃত্যুবরণ করেন।
কাব্যগ্রন্থ:
উদিত (১৯৩০)
চিত্তছায়া
উপন্যাস:
ন হন্যতে
গল্পগ্রন্থ:
বিধি ও বিধাতা
এত রক্ত কেন
ঋগ্বেদের দেবতা ও মানুষ
হিরণ্ময় পাখি
আদিত্য মারীচ
ভ্রমণকাহিনী:
অচেনা চীন
মহাসোভিয়েত
চীনে ও জাপানে
রবীন্দ্র বিষয়ক:
মংপুতে রবীন্দ্রনাথ (১৯৪২)
টেগোর বাই ফায়ারসাইড
স্বর্গের কাছাকাছি
কবি সার্বভৌম
বিশ্বসভায় রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে
রবীন্দ্রনাথ : দি ম্যান বিহাইন্ড হিজ পোয়েট্রি
পুরস্কার ও সম্মাননা :
পদ্মশ্রী (১৯৭৭)
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৬)
(সৌজন্যে : উইকিপিডিয়া)
তারিখ: সেপ্টম্বর ০১, ২০২০
রেটিং করুনঃ ,