মূল্যস্ফীতি এবার সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে। গত জুন শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যেরই দাম বাড়তি। এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, বিবিএস মূল্যস্ফীতির যে হিসাব দিচ্ছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় ৯ শতাংশে। জুন শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৭ শতাংশের ওপরে রয়েছে।
সূত্র: প্রথম আলো।
তারিখঃ জুলাই ১৯, ২০২২
যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
মূল্যস্ফীতির পাগলা ঘোড়ার লাফঝাঁপ যেন বন্ধ হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রতি মাসেই যেন মূল্যস্ফীতির হার আগের মাসকে ছাপিয়ে যাচ্ছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এ বছরের জুন মাসে গত বছরের জুন মাসের তুলনায় মূল্যস্ফীতির হার ৯ দশমিক ১। আর মে মাসের সাপেক্ষে জুন মাসে মূল্যস্ফীতি হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পেট্রোল ও খাদ্যের মূল্যবৃদ্ধির অভিঘাতে মূল্যস্ফীতির হার এতটা বেড়েছে। পেট্রোলের দাম গত মাসে রেকর্ড পরিমাণ বেড়েছে। গড়ে এখন এক গ্যালন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৫ ডলার।
যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুসারে, জুন মাসে মূল্যস্ফীতির এই হার ১৯৮১ সালের নভেম্বর মাসের পর সর্বোচ্চ, মে মাসে যার হার ছিল ৮ দশমিক ৬।
সূত্র: প্রথম আলো।
তারিখঃ জুলাই ১3, ২০২২
রেটিং করুনঃ ,