মুঘল সম্রাট শাহ-জাহান – মমতাজ মহল দম্পত্তির শাহজাদীগন – পর্ব – দুই ( শাহজাদী রওশনারা বেগম )
সম্রাজ্ঞী মমতাজ মহলের মৃত্যুর পরে সম্রাট শাহ-জাহানের চিন্তা চেতনায় কিছুটা পরিবর্তন আসলে মুঘল সম্রাজ্যে শাসন ব্যবস্থায় কিছুটি শৈথল্য দেখা দেয় ফলে সম্রাজ্যের অধীনে থাকা বিভিন্ন রাজ্যে বিদ্রোহ দেখা দেয়, আর সেই সুযোগে সম্রাট শাহ-জাহানের রাজ সিংহাসন দখলের চেষ্টায় রাজ-মহলের ভিতরে নানান চক্রান্ত দেখা দেয় সেই ধারা বাহিকতায় আরংগোজেবের পক্ষ্য নেওয়া সম্রাট শাহ-জাহান – মমতাজ দম্পত্তির শাহজাদীগনের ২য় শাহজাদী রওশনারা বেগম ইতিহাসের পাতায় নাম লেখান।
আরংগোজেবকে বন্দী বা হত্যা করার একটি পরিকল্পনার কথা শাহজাদী রওশনারা বেগম আরংগোজেবকে জানিয়ে দিলে সে যাত্রা থেকে আরংগোজেব বেঁচে যান পরবর্তিকালে সম্রাট শাহ-জাহানকে বন্দী করে মুঘোল সম্রাজ্যের ক্ষমতা শাহ-জাহান পুত্র সম্রাট আবু মোজাফ্ফর উদ্দিন মোহাম্মদ আরংগোজেবের হাতে চলে আসলে বোন শাহজাদী রওশনারা বেগম ক্ষমতাময়ি হয়ে উঠেন এবং মুঘল সম্রাজ্যে প্রভাব বিস্তার করতে থাকেন।
ব্যক্তিগত ভাবে শাহজাদী রওশনারা বেগম মেধাবী ছিলেন এবং অবসরে কবিতা লিখতেন। নানান রাজকীয় কর্ম-কান্ডে প্রভাব বিস্তার করলেও এক সময় তিনি মুঘল সম্রাজ্যের ছায়া থেকে দূরে থাকতে চান, দূরে থাকতে চান মুঘল অনিশ্চয়তা ও রাজনীতি থেকে তাই তিনি তার ভাই আরংগোজেবের কাছে থেকে ঘন বন-রাজীর মধ্যে একটি বাগান তৈরী করে নিয়েছিলেন যা উত্তর দিল্লিতে রওশনারা বাগ নামে এখনও খ্যাত।
৫৪ বছর বয়সে মৃত্যু বরণ করার পূর্ব পর্যন্ত তিনি রওশনারা বাগ বাগানে বসবাস করতেন অনরেকটাই একা, সবুজ ঘাসে আর বৃক্ষ রাজীর মধ্যে থেকে তিনি সময় কাটাতেন, তিনি তাঁর জীবন দশায় তাঁর পূর্ব পুরুষ সম্রাট হুমায়ুনের দামী পাথরে গড়া দিল্লিতে সমাধী সৌধ, সম্রাট আকবরের দামী পাথরে গড়া আগ্রার কাছে সিকান্দ্রায় সমাধী সৌধ দেখেছিলেন আর তিল তিল করে গড়ে উঠা বিশ্বের সেরা সমাধী সৌধ তাজ-মহল যেখানে চির নিদ্রায় শায়িত পিতা সম্রাট শাহ-জাহান ও মাতা সম্রাজ্ঞী মমতাজ মহল।
দামী পাথরের সমাধী সৌধ প্রথা থেকে শাহজাদী রওশনারা বেগম বেড়িয়ে আসতে চেয়ে তিনি অছিয়ত করে গিয়েছিলেন যে তাঁর মৃত্যুর পরে তাঁকে এমন ভাবে সমাহিত করা হয় যেন তার কবরে বা সামাধীতে আলো, বাতাস, বৃষ্টি ও ঘাসের সংস্পর্শ থাকে।
শাহজাদী রওশনারা বেগমের পূর্ব পুরুষ সম্রাট আকবরের একটি জারিকৃত ফরমান অনুশারে সুঘল শাহজাদীদের বিবাহের প্রতি নিষেধাজ্ঞা বলবদ থাকায় তাঁর জীবন কেটেছে অবিবাহিত অবস্থায় এবং অবশেষে ১৬৭১ সালে ৫৪ বছর বয়সে তিনি মুত্যু বরণ করলে তাঁর প্রিয় বাগান রওশনারা বাগে সমাহিত করা হয়।
ছবিঃ উইকিপিডিয়া থেকে সংগ্রহিত যেথানে শাহজাদী রওশনারা বেগমের প্রিয় বাগান রওশনারা বাগে সমাহিত করা হয়।
রেটিং করুনঃ ,